Agra Police

‘একটাও শাড়ি কিনে দেননি’, স্বামীর বিরুদ্ধে থানায় গেলেন আগরার এক বধূ

২০২২ সালে বিয়ে হয়েছিল তরুণ এবং তরুণীর। তাঁদের পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকে ছোটখাটো বিষয়ে দু’জনের ঝগড়া লেগেই থাকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ২১:৪৮

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

একটাও শাড়ি কিনে দেননি স্বামী। থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী। আগরার ঘটনা। এই নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ এমন পর্যায়ে পৌঁছল যে, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগও করলেন স্ত্রী। পুলিশ শেষ পর্যন্ত ওই দম্পতিকে কাউন্সেলিং কেন্দ্রে পাঠালেন।

Advertisement

২০২২ সালে বিয়ে হয়েছিল তরুণ এবং তরুণীর। তাঁদের পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকে ছোটখাটো বিষয়ে দু’জনের ঝগড়া লেগেই থাকে। অভিযোগ, তরুণী মাঝেমধ্যেই নতুন শাড়ির দাবি জানান। সে জন্যও বিবাদ হয় দু’জনের। পরিবার কাউন্সেলিং কেন্দ্রে ওই তরুণী দাবি করেছেন, ২০২২ সালে বিয়ের পর থেকে তাঁকে একটিও শাড়ি দেননি স্বামী। মারধরও করেছেন। যুবকের পাল্টা অভিযোগ, গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলেন স্ত্রী।

দু’জনের বিবাদে হস্তক্ষেপ করেছে পরিবার কাউন্সেলিং কেন্দ্র। দু’জনকেই বুঝিয়ে-সুঝিয়ে আবার এক ছাদের তলায় থাকার জন্য রাজি করিয়েছে। ওই যুবক স্ত্রীকে শাড়ি কিনে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তরুণীও জানিয়েছেন, তিনি স্বামীর সঙ্গে তাঁর বাড়িতে ফিরে যাবেন।

আরও পড়ুন
Advertisement