Murder

অসমের তরুণীকে দিল্লির ফ্ল্যাটে কুপিয়ে খুনের অভিযোগ, অভিযুক্তকে আগে থেকেই চিনতেন মৃতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম স্নেহা নাথ চৌধরি। দিল্লির দ্বারকায় একটি ফ্ল্যাটে থাকতে তিনি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ১০:২৩

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

২১ বছরের এক তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর দিল্লির ফ্ল্যাটে। পুলিশ জানিয়েছে, ওই তরুণী অসমের শিলচর শহরের ছিবিলা বাছিয়ার বাসিন্দা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম স্নেহা নাথ চৌধরি। দিল্লির দ্বারকায় একটি ফ্ল্যাটে থাকতে তিনি। শনিবার থানায় একটি ফোন আসে। পুলিশকে জানানো হয়, ওই তরুণীর উপর হামলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, তরুণী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁকে দ্রুত কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম রাজ। তিনিও আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, স্নেহার উপর হামলা চালানোর সময় তিনিও পাল্টা হামলা করেন। তাতেই রাজের হাতে চোট লাগে। পুলিশ তদন্তে নেমে এ-ও জেনেছে, রাজ এবং স্নেহা পরস্পরকে আগেই চিনতেন। সম্প্রতি তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল। তার জেরেই হামলা।

Advertisement
আরও পড়ুন