Geyser Burst

স্নানঘরের গিজ়ারে আচমকা বিস্ফোরণ! বিয়ের পাঁচ দিনের মাথায় শ্বশুরবাড়িতে মৃত্যু নববধূর

গত ২২ নভেম্বর বিয়ে হয়েছিল ওই মহিলার। উত্তরপ্রদেশের বরেলীতে শ্বশুরবাড়িতে ছিলেন তিনি। বুধবার বিকেলে স্নান করতে গিয়ে গিজ়ার চালিয়েছিলেন জল গরম করার জন্য। তখনই দুর্ঘটনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৭:৫৬
স্নানঘরে গিজ়ারে বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছে নববধূর।

স্নানঘরে গিজ়ারে বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছে নববধূর। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নানঘরে গিজ়ার বিস্ফোরণের ফলে মৃত্যু হল এক মহিলার। মাত্র পাঁচ দিন আগে তাঁর বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে বিকেলে স্নান করতে গিয়েছিলেন তিনি। জল ঠান্ডা থাকায় চালিয়ে নিয়েছিলেন গিজ়ার। কিন্তু তাতেই কাল হয়েছে। স্নানের সময় আচমকা গিজ়ারটি ফেটে যায়। পরে পরিবারের সদস্যেরা দরজা ভেঙে নববধূর দেহ উদ্ধার করেন।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলীর মিরগঞ্জ এলাকার। পুলিশ জানিয়েছে, গত ২২ নভেম্বর বিয়ে হয়েছিল ওই মহিলার। তিনি বুন্দেলশহরের কন্যা। বিয়ের পর চলে এসেছিলেন বরেলীতে। স্নানের সময়ে আচমকা দুর্ঘটনার ফলে শ্বশুরবাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে। বুধবার, বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় স্নানঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন স্বামী এবং পরিবারের বাকিরা।

পরিবার সূত্রে খবর, গিজ়ার বিস্ফোরণ হলেও খুব বেশি শব্দ হয়নি তাতে। স্নানঘরের বাইরে থেকে তা কারও কানেও যায়নি। বুধবার বিকেলে নববধূ স্নান করতে গিয়েছিলেন। অনেক ক্ষণ পরেও তিনি স্নানঘর থেকে না বেরোলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাঁরা বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু তার পরেও দরজা খোলেনি। এর পরেই বিপদ আঁচ করে স্নানঘরের দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন মহিলার স্বামী।

দরজা ভেঙে দেখা যায়, স্নানঘরের মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন মহিলা। পাশেই গিজ়ারটি ভেঙেচুরে পড়ে রয়েছে। পরিবারের দাবি, গিজ়ারে যে বিস্ফোরণ হয়েছে, তা স্পষ্ট ছিল। দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয়। তারা মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে স্নানঘরে গিজ়ারটিতে আচমকা বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিয়ের পরেই নববধূর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন
Advertisement