আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ের স্বামীর! —প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিয়ের ১৫ দিনের মাথায় স্বামী অন্য এক মহিলার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। এমনটাই অভিযোগ উত্তরপ্রদেশের হাপুর জেলার এক তরুণীর। তিনি আরও জানিয়েছেন, তাঁর সঙ্গে আইনি বিচ্ছেদ ছাড়াই এক কনস্টেবলকে বিয়ে করেছেন তাঁর স্বামী। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হাপুর জেলার ওই মহিলা কনস্টেবলকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা।
গত ১৬ ফেব্রুয়ারি গজলপুর গ্রামের নবীনের সঙ্গে বিয়ে হয় রসুলপুর গ্রামের নেহার। নেহা জানিয়েছেন, বিয়ের তিন দিনের মাথায় তিনি জানতে পারেন ওই কনস্টেবলের সঙ্গে সম্পর্ক রয়েছে নবীনের। এর পরে সাকেত কলোনিতে ওই মহিলার বাড়িতেও নেহাকে নিয়ে গিয়েছিলেন এক দিন। সেখানে ওই কনস্টেবলকে প্রণাম করতে নবীন তাঁকে বাধ্য করেছিলেন বলেও অভিযোগ নেহার। তিনি থানায় জানিয়েছেন, এর পরেও তাঁকে বার বার হেনস্থা করেন তাঁর স্বামী। নবীন প্রস্তাব দেন যে, নেহাকে গ্রামে রেখে আসবেন তিনি। মেরঠে ওই কনস্টেবলের সঙ্গে থাকবেন।
এর পরে সাকেত নগরে ওই কনস্টেবলের বাড়িতে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন নেহা। তার পরেই থানার দ্বারস্থ হন তিনি। নেহা এবং ওই মহিলার বিয়ের ছবি প্রমাণ হিসাবে পুলিশের হাতে তুলে দেন। হাপুরের সার্কল অফিসার জিতেন্দ্রকুমার শর্মা জানিয়েছেন, অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।