বাবলু কুমারকে টুকরো করে ড্রামে ভরে হুমকি দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।
উত্তরপ্রদেশের মেরঠের সৌরভ হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার স্বামীকে টুকরো করে ড্রামে ভরে দেওয়ার হুমকির অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আর সেই আতঙ্কেই থানায় হাজির যুবক। এ বারও ঘটনাস্থল সেই মেরঠ।
পুলিশ সূত্রে খবর, সোমবার এক যুবক ছুটতে ছুটতে থানায় হাজির হন। কর্তব্যরত আধিকারিককে প্রায় কাঁদোকাঁদো মুখে কাকুতিমিনতি করতে থাকেন, ‘‘স্যর, আমায় বাঁচান। আমাকে খুন করার হুমকি দিয়েছে স্ত্রী। দেহ টুকরো করে ড্রামে ভরারও হুমকি দিয়েছে।’’ কিন্তু যুবকের আগেই থানায় পৌঁছে গিয়েছিলেন তাঁর স্ত্রী। যুবকের অভিযোগ, পুলিশ তাঁর কথায় কোনও পাত্তা দিতে চায়নি।
ঘটনাটি মেরঠের কাঁকের খেরা এলাকার। অভিযোগকারী যুবকের নাম বাবলু কুমার। পুলিশ সূত্রে খবর, নিত্য দিন মদ্যপান করেন বাবলু। অনেক বার প্রতিবাদ করেছিলেন স্ত্রী। অভিযোগ, সেই প্রতিবাদে কান না দিয়ে স্ত্রীর উপর অত্যাচার চালাতেন। বিষয়টি নিয়ে প্রতি দিনই অশান্তি লেগে থাকত। স্বভাব যদি না বদলান, মদ্যপান যদি না ছাড়েন, তা হলে সৌরভ রাজপুতের মতো তাঁর অবস্থা করবেন বলে বাবলুকে তাঁর স্ত্রী হুমকি দেন বলে অভিযোগ। বাবলুর দাবি, ‘‘সকালে ঘুম থেকে দেরি করে উঠেছিলাম। আচমকাই বৌ এসে আমাকে ইট দিয়ে মারার হুমকি দেয়। তার পর একটা ইট ছুড়ে মারে। তাতেই আমার মাথা ফেটে যায়।’’
বাবুলর আরও দাবি, ‘‘আমাকে মারধর করার পর বৌ বলে, তোমাকে টুকরো করে ড্রামে ভরে দেব। এ কথা শুনে ভয় পেয়ে যাই। থানায় অভিযোগ করতে ছুটি। কিন্তু গিয়ে দেখি বৌ আগেই থানায় পৌঁছে গিয়েছে। আমার অভিযোগ নিতেই চাইল না পুলিশ।’’ তবে কাঁকের খেরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় কুমারের দাবি, অভিযোগকারী যুবকের মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তাঁকে আশ্বস্ত করে বাড়ি পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর, পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল বাবলুর। তাঁদের দুই সন্তান। বাবলু প্রতি দিন মদ্যপান করেন। রবিবার রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। তার পরই স্ত্রী বাবলুর হাতে কামড়ে দেন বলে অভিযোগ। সোমবার সকালে ইট দিয়েও মারেন বলে অভিযোগ।