Punjab Government

বিয়েতে মদ, ডিজে বন্ধ রাখলে পুরস্কার ২১,০০০ টাকা, ঘোষণা পঞ্জাবের এক গ্রাম পঞ্চায়েতের

পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে পঞ্জাবের ভাটিণ্ডা জেলার বাল্লো গ্রামের পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, বিয়েতে অপচয় রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ২০:৫০
Village in Punjab will give reward for no alcohol no DJ in wedding

গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, বিয়েতে অপচয় রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। —প্রতীকী ছবি।

বিয়েতে অতিথিদের মদ পরিবেশন এবং ডিজের গান না বাজালে হাতেনাতে মিলবে নগদ পুরস্কার। ২১ হাজার টাকা। সেই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে পঞ্জাবের ভাটিণ্ডা জেলার বাল্লো গ্রামের পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, বিয়েতে অপচয় রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কৌর জানিয়েছেন, ইদানীং বিয়েতে অতিথিদের মদ পরিবেশনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বেশির ভাগ বিয়ে বাড়িতে জোরে গান বাজানো হয়। দেখা গিয়েছে, যে সব বিয়ে বাড়িতে মদ পরিবেশন এবং ডিজের গান বাজানো হয়, সেখানেই ঝগড়াঝাটি হয়। আশপাশের বাড়িতে পড়ুয়াদের পড়াশোনায়ও সমস্যা হয়। তাঁর কথায়, ‘‘আমরা বিয়েতে অপচয় বন্ধ করতে চাই।’’ সে কারণে পুরস্কার দেওয়ার প্রস্তাব পাশ করিয়েছে বাল্লো পঞ্চায়েত। বাল্লো গ্রামে জনসংখ্যা প্রায় ৫,০০০।

পঞ্চায়েত প্রধান গ্রামে অপচয় বন্ধের পাশাপাশি বাসিন্দার ভাল অভ্যাস তৈরি করতেও উদ্যোগী হয়েছেন। তিনি রাজ্য সরকারের কাছে গ্রামে একটি স্টেডিয়াম তৈরি করে দেওয়ার আবেদন করেছেন। অমরজিতের মতে, এতে গ্রামের শিশু, কিশোর, তরুণেরা খেলাধুলো করতে পারবেন। কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া এবং গ্রামে বায়োগ্যাস প্রকল্প তৈরির প্রস্তাবও দিয়েছেন অমরজিৎ।

Advertisement
আরও পড়ুন