Mini Tornado

Tornado in Assam: কয়েক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড অসমের গ্রাম! ভয়ানক ভিডিয়ো প্রকাশ্যে

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে বরপেটার রোমারি গ্রামে ওই মিনি টর্নেডোর সৃষ্টি হয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১০:৪৮
কয়েক মিনিটের টর্নেডো। ছবি সৌজন্য টুইটার।

কয়েক মিনিটের টর্নেডো। ছবি সৌজন্য টুইটার।

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল অসমের বরপেটার একটি গ্রাম। শনিবার সকালে হঠাৎই স্থানীয় ভাবে টর্নেডোর সৃষ্টি হয়। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল ওই টর্নেডো। কিন্তু ওই সময়ের মধ্যেই সামনে যা পড়েছে সেগুলি খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে বরপেটার রোমারি গ্রামে ওই মিনি টর্নেডোর সৃষ্টি হয়। বরপেটার ডেপুটি কমিশনার তেজপ্রসাদ ভূষল বলেন, “এই ঝড়ে সাতটি কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।”

Advertisement

ব্রহ্মপুত্র নদী থেকে সেই টর্নেডোর সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তেজপ্রসাদ। নদী থেকে কিছুটা দূরেই রোমারি গ্রাম। সেই গ্রামের দিকে ধেয়ে গিয়েছিল ঝড়। তবে ঝড়ের পরিসর এবং ঘূর্ণন কম থাকায় ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। তবে এ ধরনের ঝড় খুবই ‘বিরল’ বলে জানিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন