Chattisgarh

বাবা এবং কাকা মিলে চালাতেন শারীরিক নির্যাতন, পাঁচ বছর পর গ্রেফতার হলেন ২ অভিযুক্ত

বাবা এবং কাকা মিলে দিনের পর দিন দুই মেয়ের উপর শারীরিক নির্যাতন করে গিয়েছেন। রবিবার এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ছত্তীসগঢ়ের দুর্গ জেলায় এই ঘটনাটি ঘটেছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৭:০৪
পাঁচ বছর পর মেয়ে দু’টিকে উদ্ধার করা হলে সত্য ঘটনা প্রকাশ্যে আসে।

পাঁচ বছর পর মেয়ে দু’টিকে উদ্ধার করা হলে সত্য ঘটনা প্রকাশ্যে আসে। —ফাইল চিত্র।

মা মানসিক ভাবে অসুস্থ হওয়ায় দিনের বেশির ভাগ সময় কাকার বাড়িতেই কাটাতেন দু’বোন। কিন্তু কাকার স্ত্রী বাড়িতে না থাকলেই বড় বোনের উপর চলত শারীরিক নির্যাতন। বাড়ির মধ্যেই ধর্ষণ করতেন তাঁদের কাকা। বাদ যাননি তাঁদের বাবাও। বাবা এবং কাকা মিলে দিনের পর দিন দুই মেয়ের উপর শারীরিক নির্যাতন করে গিয়েছেন। রবিবার এই ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ছত্তীসগঢ়ের দুর্গ জেলায় এই ঘটনাটি ঘটেছে।

২০১৭ সালের অগস্ট মাসের ঘটনা। মা অসুস্থ থাকার কারণে দেখাশোনা করতে পারতেন না, তাই কাকার বাড়িতে বেশির ভাগ সময় কাটাতেন দুই বোন। কাকার স্ত্রী বাড়িতে না থাকলেই বড় বোনকে ধর্ষণ করতেন তাঁর কাকা। এই ঘটনা বাড়িতে জানালে তাঁদের বাবাও শারীরিক নির্যাতন করা শুরু করেন। বড় মেয়েকে ধর্ষণও করেন তিনি। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন দু’বোন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, দুই মেয়েকেই শারীরিক নির্যাতন করতেন কাকা। অত্যাচার সহ্য করতে না পেরে দুই মেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। মেয়েরা নিখোঁজ বলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁদের বাবা। পাঁচ বছর পর মেয়ে দু’টিকে উদ্ধার করা হলে সত্য ঘটনা প্রকাশ্যে আসে। দুই অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩৫৪ ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন