Odisha Incident

পুরীতে ‘ভুল’ করে নাবালককে ধরে মারধর, বিদ্যুতের খুঁটিতে বেঁধে খাওয়ানো হল প্রস্রাব!

জানা গিয়েছে, এলাকায় পাশাপাশি দু’টি গ্রামের বাসিন্দাদের মধ্যে বিবাদ রয়েছে। ঘটনার দিন কাটাকোসাঙ্গা গ্রামের বাসিন্দারা ভেবেছিলেন ওই তরুণ এবং নাবালক আসলে পাশের গ্রামের বিরুদ্ধ গোষ্ঠীর লোক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১২:৪০
পুরীতে ‘ভুল’ করে নাবালককে ধরে মারধর, জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ।

পুরীতে ‘ভুল’ করে নাবালককে ধরে মারধর, জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ। —প্রতীকী চিত্র।

এক তরুণের সঙ্গে মেলায় যাচ্ছিল এক নাবালক। হঠাৎই রাস্তা থেকে তুলে দু’জনকে পেটাতে শুরু করেন কয়েক জন। বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই দু’জনকে প্রস্রাব খাওয়ানো হয় বলে অভিযোগ। দেওয়া হয় সিগারেটের ছেঁকাও। পরে যদিও জানা যায়, অন্য দু’জনকে খুঁজছিলেন নিগ্রহকারীরা। ভুল করে রাস্তা থেকে তুলে নিয়ে যান ওই দু’জনকে। ওড়িশার পুরী জেলার কাটাকোসাঙ্গা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এলাকায় পাশাপাশি দু’টি গ্রামের বাসিন্দাদের মধ্যে বিবাদ রয়েছে। ঘটনার দিন কাটাকোসাঙ্গা গ্রামের বাসিন্দারা ভেবেছিলেন ওই তরুণ এবং নাবালক আসলে পাশের গ্রামের বিরুদ্ধ গোষ্ঠীর লোক। সেই ভেবেই তাঁদের মারধর করা শুরু হয়। মারধরের পর এক জনের মাথায় গুরুতর আঘাত লাগে।

ঘটনার ভয়াবহতার কথা জানিয়ে নিগৃহীত এক জন বলেন, “আমরা মেলায় যাচ্ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই কয়েক জন আমাদের ধরে নিয়ে গেল। তার পর বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে চলল মারধর, অত্যাচার।” এই ঘটনার পরেই নাবালকের পিতা দোষীদের কঠোর সাজা চেয়ে সরব হয়েছেন। গোটা ঘটনার কথা জানতে পেরে তৎপর হয়েছে পুলিশও। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েক জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন