Crime

একে অপরের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের দুই মহিলার! হতবাক উত্তরপ্রদেশ পুলিশ

উত্তরপ্রদেশে আবার ধর্ষণের অভিযোগ। তবে এ বার অভিযোগ ঘিরে হতবাক পুলিশ। একে অপরের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন দুই মহিলা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৯
representative photo of molestation.

দ্বিতীয় অভিযোগকারী মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। প্রতীকী ছবি।

একে অপরের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন দুই মহিলা। যে কাণ্ডে তাজ্জব বনে গিয়েছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, দুই অভিযোগকারিণী একে অপরের প্রতিবেশী হন। গত ১৮ ফেব্রুয়ারি প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। এর পাল্টা সোমবার অভিযোগকারী মহিলার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন আরও এক মহিলা। দ্বিতীয় অভিযোগকারিণী ধর্ষণের ঘটনায় প্রথম অভিযুক্তের স্ত্রী। দুই মহিলার এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পুলিশ মহলে।

Advertisement

ধর্ষণের অভিযোগে দ্বিতীয় অভিযোগকারিণীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রথম অভিযোগকারিণীর স্বামীর বিরুদ্ধে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি পুলিশ। দুই মহিলারই ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। প্রথম অভিযোগকারী মহিলার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা ডাক্তারি পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করছে বলে জানিয়েছে পুলিশ।

দ্বিতীয় অভিযোগকারী মহিলা থানায় গিয়ে হুমকি দিয়ে জোর করে এফআইআর দায়ের করেন বলে দাবি করেছে পুলিশ। এমনকি, এফআইআর দায়ের না করা হলে আত্মহত্যারও হুমকি দেন ওই মহিলা। তদন্তকারীদের অনুমান, দুই পড়শির মধ্যে পুরনো কোনও বিবাদ রয়েছে। তবে ধর্ষণের অভিযোগ সত্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন