dowry

যৌতুক হিসাবে পুরনো আসবাব দিয়েছে পাত্রীর পরিবার, রেগে গিয়ে বিয়েই ভেঙে দিলেন পাত্র

পুলিশ সূত্রে খবর, রবিবার এই বিয়ে হওয়ার কথা ছিল। পাত্রপক্ষের সকলে বিয়েতে উপস্থিত হলেও বিয়ে করতে আসেননি বর। পরে পাত্রীর বাবা পাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন।

Advertisement
সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৪
Groom cancels his wedding over giving old furniture as dowry.

পাত্রপক্ষের সকলে বিয়েতে উপস্থিত হলেও বিয়ে করতে আসেননি বর। প্রতীকী ছবি।

বিয়েতে পুরনো আসবাব কেন পাঠিয়েছে? রাগ দেখিয়ে বিয়েই করতে এলেন না বাসচালক পাত্র। তেলঙ্গানার হায়দরাবাদের ঘটনা। পুলিশ জানিয়েছে, কনের পরিবার যৌতুক হিসাবে পুরনো আসবাবপত্র পাঠিয়ে‌ছে বলে দাবি করে বিয়ে ভেঙে দেন পেশায় বাসচালক ওই পাত্র।

পুলিশ সূত্রে খবর, রবিবার এই বিয়ে হওয়ার কথা ছিল। পাত্রপক্ষের সকলে বিয়েতে উপস্থিত হলেও বিয়ে করতে আসেননি বর। পরে পাত্রীর বাবা পাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন।

Advertisement

পাত্রীর বাবা জানিয়েছেন, পাত্রের বাবা তাঁদের বাড়িতে পৌঁছে সকলের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি বলেন, ‘পাত্রের বাবা চিৎকার করে দাবি করেন, যৌতুকে যে জিনিসগুলি চাওয়া হয়েছিল তা দেওয়া হয়নি এবং আসবাবপত্র সব পুরনো। ওরা বিয়ে দিতে রাজি হয়নি। আমি বিয়ের জন্য ভোজের ব্যবস্থা করেছিলাম এবং সমস্ত আত্মীয়-স্বজন এবং অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু বর বিয়ে করতে আসেনি।’’

পুলিশ সূত্রে খবর, বরের পরিবার যৌতুক হিসাবে অনেক আসবাবপত্র চেয়েছিল কিন্তু কনের পরিবার তরফে যে আসবাবপত্র দেওয়া হয়েছিল তা তারা পুরনো বলে দাবি করে এবং ফেরত পাঠিয়ে দেয়। বিয়ে করতে আসতেও রাজি হয়নি পাত্র। যৌতুক চাওয়ার অভিযোগে পাত্রের পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন
Advertisement