Snowfall in Manali

তুষারপাতে বিপর্যস্ত মানালি! রাস্তা থেকে পিছলে খাদে পড়ল গাড়ি, লাফ মেরে প্রাণে বাঁচলেন চালক

তুষারপাতের জেরে রাস্তাগুলি পিচ্ছিল হয়ে গিয়েছে। ফলে কোনও কোনও ক্ষেত্রে গাড়ি পিছলে যাচ্ছে। আর এই ধরনের ঘটনার মুখে যাতে পর্যটকদের পড়তে না হয়, তাই সতর্কও করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:০০
খাদে পড়ে যাওয়ার সেই দৃশ্য। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

খাদে পড়ে যাওয়ার সেই দৃশ্য। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কুলু, মানালি-সহ হিমাচলের পর্যটনস্থলগুলিতে গত কয়েক দিন ধরেই তুষারপাত হচ্ছে। নতুন বছরে তুষারপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সে রাজ্যের আবহাওয়া দফতর। তুষারপাতের টানে হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন হিমাচল অঞ্চলের ওই রাজ্যে। কিন্তু অনেকেই রাস্তায় আটকে পড়ছেন তুষারপাতের জেরে। রাজ্যের পাহাড়ি এলাকার বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তুষারপাতের জেরে। পর্যটকদের তাই নানা সাবধানতা অবলম্বন করার জন্য বার বার পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে।

Advertisement

তুষারপাতের জেরে রাস্তাগুলি পিচ্ছিল হয়ে গিয়েছে। ফলে কোনও কোনও ক্ষেত্রে গাড়ি পিছলে যাচ্ছে। আর এই ধরনের ঘটনার মুখে যাতে পর্যটকদের পড়তে না হয়, তাই সতর্কও করা হচ্ছে। কিন্তু তার পরেও অনেকে সেই পরামর্শ উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ফলে বিপদের মুখে পড়তে হচ্ছে। মানালিতে পরিস্থিতি খারাপ। তুষারে ঢাকা রাস্তা। ফলে সেই রাস্তা দিয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে। সেখানে একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছলে যায়। চালক গাড়িটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু তিনি পারছিলেন না। কারণ পাহাড়ি রাস্তার ঢালে বরফে পিছলে গাড়িটি গড়িয়ে যেতে শুরু করেছিল। শেষমেশ বিপদ বুঝে গাড়ি থেকে লাফ মারেন। আর গাড়িটি সোজা গড়িয়ে খাদে গিয়ে পড়ে।

মানালির মতো আর এক পর্যটনস্থল কুলুতেও তুষারপাতের জেরে পরিস্থিতি খারাপ। পাঁচ হাজার পর্যটক আটকে রয়েছেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ। তাঁদের অনেককেই উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। তুষারপাতের কারণে কুলুতে যান চলাচল থমকে গিয়েছে। রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Advertisement
আরও পড়ুন