সায়নী ঘোষ। ফাইল চিত্র।
সায়নীকে গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় পথে নামলেন বুদ্ধিজীবীরা। মিছিলে রয়েছেন কলকাতার অভিনয় জগতের বিশিষ্টরা।
সায়নীকে আদালতে পেশ করা হল। খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তৃণমূল যুবনেত্রীর বিরুদ্ধে। দু’দিনের জন্য হেফাজতে চাইল পুলিশ।
দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, রাজনৈতিক স্বার্থেই গ্রেফতার করা হয়েছে সায়নীকে। ত্রিপুরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। রিপোর্ট তলব করা হয়েছে ত্রিপুরা সরকারের কাছে।’’
গ্রাফিক— শৌভিক দেবনাথ
ব্রাত্যরা ব্যর্থ হওয়ায় সায়নীর সঙ্গে আগরতলা পূর্ব মহিলা থানায় দেখা করতে গেলেন অভিষেক।
সায়নী ঘোষের কাছে পৌঁছলেন তৃণমূলের আইনজীবীরা। আজই আদালতে তোলার কথা সায়নীকে। আগরতলা আদালতেও পৌঁছল তৃণমূলের একটি দল।
আগরতলা পূর্ব মহিলা থানায় রাখা হয়েছে সায়নী ঘোষকে। তার সঙ্গে সোমবার দেখা করতে যান ব্রাত্য বসু, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ এবং সুস্মিতা দেব। তৃণমূল নেতাদের থানায় ঢুকতে বাধা দেওয়া হয়। ত্রিপুরা প্রশাসন জানিয়ে দেয়, শুধু আইনজীবীরাই কথা বলতে পারবেন তৃণমূল যুবনেত্রীর সঙ্গে।