Train Hits

রেললাইনে বসে মদ্যপান করছিলেন দুই ভাই! ট্রেন ছুটে আসছে দেখেও আর উঠতে পারলেন না

ঘটনাস্থলেই সোনু নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ভাই মনু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬

ছবি: সংগৃহীত।

পূর্ব দিল্লির গোকুলপুর সাবোলি স্টেশনের কাছে ট্রেন লাইনে বসেছিলেন দুই ভাই। শুক্রবার রাতে তাঁদের ধাক্কা দেয় ট্রেন। ঘটনাস্থলেই সোনু নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ভাই মনু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৬ বছরের সোনু এবং ৩৪ বছরের মনু দিল্লির অশোক নগরের বাসিন্দা। ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) রাকেশ পাওয়েরিয়া জানিয়েছেন, দুই যুবক মত্ত অবস্থায় রেললাইনে বসেছিলেন। ট্রেন আসছে দেখেও লাইন থেকে সরে যেতে পারেননি। সে কারণে বিপত্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সোনুর। মনু দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি।

এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী এবং মৃতের পরিবারের বয়ান নেওয়া হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, পুলিশের প্রাথমিক ধারণা, নিছক দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে দুই যুবকের। দু’জনে লাইনের কাছে বসে মদ্যপান করছিলেন। তখনই ধাক্কা দেয় ট্রেন।

Advertisement
আরও পড়ুন