Maharashtra Incident

১৪ তলার বারান্দা থেকে পড়ে গিয়েও বেঁচে গেল শিশু! পথচলতি যুবকের অসাধ্যসাধন

মহারাষ্ট্রের ঠাণের একটি বহুতল থেকে পড়ে গিয়েছিল দু’বছরের শিশু। ১৪ তলা থেকে পড়ে গিয়েও বেঁচে গিয়েছে সে। পথচলতি এক যুবক তাকে বাঁচিয়ে দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১২:০৪
১৪ তলার বারান্দা থেকে নীচে পড়ে গিয়েও অক্ষত শিশু!

১৪ তলার বারান্দা থেকে নীচে পড়ে গিয়েও অক্ষত শিশু! —প্রতিনিধিত্বমূলক চিত্র।

১৪ তলার বারান্দা থেকে নীচে পড়ে গেল দু’বছরের শিশু! তবে পথচলতি যুবকের তৎপরতায় তার প্রাণ বেঁচে গিয়েছে। শরীরে সামান্য কিছু আঘাত ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি। যুবকের কীর্তি অনেকেই ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

মহারাষ্ট্রের ঠাণের ডোমবিভালি এলাকার ঘটনা। একটি বহুতলের ১৪ তলার বারান্দায় খেলছিল শিশু। আচমকা সেখান থেকে গ্রিলের ফাঁক গলে সে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বারান্দার কাছে ঝুলছিল শিশুটি। বেশি ক্ষণ সে ঝুলে থাকতে পারেনি। নীচে পড়ে গিয়েছে।

শিশুটিকে উপর থেকে পড়তে দেখে ছুটে যান পথচলতি যুবক। তাঁর নাম ভবেশ মাত্রে। তিনি শিশুটিকে লুফে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। তবে শিশুটির গায়ে হাত লাগাতে পেরেছিলেন যুবক। ফলে তার গতি অনেকটাই কমে গিয়েছিল। এর পর রাস্তায় পড়লেও গুরুতর চোট লাগেনি শিশুর। যুবকের কীর্তি দেখে সমাজমাধ্যমে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই।

ভবেশ নিজে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘সাহস আর মানবিকতার চেয়ে বড় কোনও ধর্ম হয় না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বাচ্চাটাকে পড়ে যেতে দেখে আর এক মুহূর্তও চিন্তা করিনি। আমি জানতাম আমাকে কী করতে হবে। বাচ্চাটাকে বাঁচাতেই হবে, এটা ভাবতে ভাবতেই এগোচ্ছিলাম। ও ভাল আছে, সেটা ভেবে ভাল লাগছে।’’

Advertisement
আরও পড়ুন