Waqf Amendment Act

ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকে অশান্তি ত্রিপুরায়! পুলিশের উপর হামলা বিক্ষোভকারীদের

ত্রিপুরা পুলিশের তরফে জানানো হয়েছে, মিছিলটি প্রথমে শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছিল। হঠাৎ করেই মিছিলকারীরা হিংস্র হয়ে ওঠেন। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন কৈলাশহরের দিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২১:৩৯
ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকে অশান্তি ত্রিপুরায়।

ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকে অশান্তি ত্রিপুরায়। —ফাইল চিত্র।

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হওয়া মিছিল থেকে অশান্তি ছড়াল ত্রিপুরায়। শনিবার সে রাজ্যের উনকোটি জেলার কৈলাশহর মহকুমায় ওই আইনের বিরুদ্ধে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কৈলাশহরের প্রাণকেন্দ্রে ঢোকার আগেই ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশকর্মীদের মারধর করে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে।

Advertisement

এই প্রসঙ্গে ত্রিপুরা পুলিশের তরফে জানানো হয়েছে, মিছিলটি প্রথমে শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছিল। হঠাৎ করেই মিছিলকারীরা হিংস্র হয়ে ওঠেন। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন কৈলাশহরের দিকে। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় মিছিলকারীদের। এক পুলিশকর্তার কথায়, “আমরা মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিলাম। হঠাৎ পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন কেউ কেউ। এর ফলে আমাদের কয়েক জন আহত হয়েছেন।” তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ

ত্রিপুরা পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় কৈলাশহর মহকুমায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন