Mumbai Airport System Down

মুম্বই বিমানবন্দরে বসে গেল সার্ভার, থমকে পরিষেবা, দীর্ঘ লাইনে বিরক্ত যাত্রীরা

মুম্বইয়ে বিমানবন্দরের টার্মিনাল ২-এর কম্পিউটার ব্যবস্থা বসে গিয়ে দুর্ভোগে যাত্রীরা। প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানবন্দরের সব কাজ আটকে গিয়েছে। ফলে বিমানবন্দরে লাইন দিয়ে দাঁড়িয়ে যাত্রীরা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৮:২০
কম্পিউটার ব্যবস্থা বিকল হয়ে চরম দুর্ভোগে যাত্রীরা।

কম্পিউটার ব্যবস্থা বিকল হয়ে চরম দুর্ভোগে যাত্রীরা। ছবি: টুইটার।

মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২-এ কম্পিউটার ব্যবস্থা বিকল হয়ে চরম দুর্ভোগে যাত্রীরা। বসে গিয়েছে বিমানবন্দরের সার্ভার। প্রযুক্তিগত ত্রুটির কারণে সব কাজ আটকে গিয়েছে। ফলে বিমানবন্দরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মুম্বইয়ের টার্মিনাল ২ বা টি২ তে সাধারণত আন্তর্জাতিক বিমান ওঠানামা করে। ঘরোয়া বিমানও চলে এই বিমানবন্দরটিতে। টার্মিনাল ১ থেকে এই দ্বিতীয় বিমানবন্দরে পৌঁছতে গাড়িতে মিনিট কুড়ি লাগে। দেশের বিভিন্ন বিমানবন্দরের টার্মিনালগুলির মধ্যে অন্যতম এই টি২।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মুম্বই বিমানবন্দরে কম্পিউটার ব্যবস্থা বিকল হয়ে যায়। গত ১ ঘণ্টা ধরে বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। ব্যাগপত্র নিয়ে তাঁদের ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিমানবন্দরে ভিড় জমে গিয়েছে। ব্যাগ জমা দেওয়ার কাউন্টারের বাইরে লম্বা লাইন। এর প্রভাব পড়েছে বিমান চলাচলেও।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। সেখানে ব্যস্ত সময়ে এমন গোলযোগের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। টুইটারে অনেকে বিমানবন্দরের পরিস্থিতির ছবি পোস্ট করেছেন। এয়ার ইন্ডিয়ার তরফে একটি পোস্টের জবাবে জানানো হয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন তাঁদের কর্মীরা।

Advertisement
আরও পড়ুন