Bike Accident

ধাক্কা মেরে বাইকচালককে এক কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল এসইউভি, পিষে মৃত্যু যুবকের

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুখবীর। হায়াতনগর থেকে বাড়িতে ফিরছিলেন বাইক চালিয়ে। সেই সময় একটি এসইউভি বেপরোয়া গতিতে এসে সুখবীরকে ধাক্কা মারে। বাইকসমেত গাড়ির সামনে আটকে যান সুখবীর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:০০
বাইখটিকে হিঁচড়ে নিয়ে যাওয়ার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

বাইখটিকে হিঁচড়ে নিয়ে যাওয়ার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

যুবককে ধাক্কা মারার পর বাইকসমেত এক কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল এসইউভি। গুরুতর জখম হয়ে মৃত্যু হল যুবকের। ঘটনাটি উত্তরপ্রদেশের সম্ভলের।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুখবীর। হায়াতনগর থেকে বাড়িতে ফিরছিলেন বাইক চালিয়ে। সেই সময় একটি এসইউভি বেপরোয়া গতিতে এসে সুখবীরকে ধাক্কা মারে। বাইকসমেত গাড়ির সামনে আটকে যান সুখবীর। পরিস্থিতি বেগতিক দেখে গাড়িচালক ওই অবস্থাতেই সুখবীরকে বাইকসমেত হিঁচড়াতে হিঁচড়াতে এক কিলোমিটার নিয়ে যান। তার পর গাড়ি ফেলে চম্পট দেন চালক।

এই ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়ির নীচে বাইকসমেত আটকে এক যুবক। বাইকটি রাস্তার সঙ্গে ঘষা খাওয়ায় আগুনের ফুলকি বার হচ্ছিল। স্থানীয়েরা এই দৃশ্য দেখে গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক আরও গতি বাড়িয়ে দেন। পুলিশ জানিয়েছে, সুখবীরের দু’পা ভেঙে গিয়েছিল। শরীরের একাধিক জায়গা থেকে রক্তপাত হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সোমবার সেখানে মৃত্যু হয় সুখবীরের।

সুখবীরের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গাড়িটিকে আটক করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন