sushmita sen

Sushmita-Lalit: সুস্মিতা যাকে সঙ্গী হিসাবে বেছে নেবে তার এলেম আছে! বললেন প্রাক্তন প্রেমিক রোহমান শল

২০১৮ সালে একে অপরের প্রেমপ্রস্তাবে সাড়া দিয়ে এক সঙ্গে পথ চলা শুরু করেছিলেন সুস্মিতা-রোহমান। তবে ২০২১-এর ডিসেম্বরে সেই সম্পর্কে চিড় ধরে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১০:০৫
ললিত-সুস্মিতার সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোহমান।

ললিত-সুস্মিতার সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোহমান। ফাইল চিত্র ।

সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদীর প্রেম নিয়ে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে। এ নিয়ে ললিত এবং সুস্মিতার থেকে প্রতিক্রিয়া মিললেও চুপ করেই ছিলেন সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান শল। তবে নিস্তব্ধতা ভেঙে রোহমান জানালেন তিনি এই খবরে খুশি। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমাদের সকলের এই যুগলের জন্য খুশি হওয়া উচিত। ভালবাসা সুন্দর। আমি শুধু এ টুকু জানি যে, সুস্মিতা যাকে সঙ্গী হিসেবে বেছে নেবে, তার সত্যিই এলেম আছে।’’

২০১৮ সালে একে অপরের প্রেম প্রস্তাবে সাড়া দিয়ে এক সঙ্গে পথ চলা শুরু করেছিলেন সুস্মিতা-রোহমান। এর পর থেকে বিভিন্ন সমাবেশ এবং দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় এক সঙ্গে দেখা গিয়েছিল এই যুগলকে। তবে ২০২১-এর ডিসেম্বরে সেই সম্পর্কে চিড় ধরে। নেটমাধ্যমে প্রাক্তন বিশ্বসুন্দরী লিখেছিলেন, “আমরা বন্ধু হিসাবে শুরু করেছিলাম, বন্ধুই রয়েছি। সম্পর্কটা অনেক আগে শেষ হলেও ভালবাসা রয়ে গিয়েছে।’’

Advertisement

এর পর আবার খানিকটা প্রচারের বাইরের চলে গিয়েছিলেন রোহমান। নিন্দকদের মতে অবশ্য সুস্মিতার প্রেমিক ছাড়া রোহমান নিজস্ব কোনও পরিচিতি তৈরি করতে পারেননি। আর সেই কারণেই সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর এমনিতেই প্রচারের আলোয় তিনি থাকতেন না। তবে এখন আবার প্রাক্তন প্রেমিকা এবং ললিতের সম্পর্ক নিয়ে মুখ খুলে প্রচারে আসতে চাইছেন রোহমান। এমনটাও মনে করছেন অনেকেই। প্রাক্তনের নতুন প্রেম নিয়ে রোহমানের খুশি হওয়া ছাড়া যে আর কোনও গতি নেই, তা-ও বলছেন কেউ কেউ।

প্রসঙ্গত, ১৪ জুলাই রাত থেকে চর্চায় ললিত-সুস্মিতার প্রেম। সুস্মিতার সঙ্গে একের পর এক ছবি দিয়ে ললিত ঘোষণা করেন ‘নতুন জীবন’ শুরুর কথা। তিনি লেখেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় ঘুরে লন্ডন এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।’ এই টুইটেই ঝড় উপচে পড়ে বি-টাউনে। নানান কথা এবং সমালোচনাও শুরু হয় নয়া যুগলকে নিয়ে। এর পর অবশ্য মুখ খোলেন খোদ ‘সুস’। দুই মেয়ে রেনে আর আলিশার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি আনন্দে আছি। কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়, নিঃস্বার্থ ভালবাসায় আমি পরিবেষ্টিত। অনেক উত্তর দেওয়া হয়েছে। এ বার কাজে মন দেওয়া উচিত।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন