প্রতীকী ছবি।
প্রথম দফায় ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে রুশ করোনা টিকা স্পুটনিক ভি। সামনের সপ্তাহ থেকেই বাজারে এই টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘যে সব টিকা ইতিমধ্যেই রাশিয়া থেকে এসেছে, সেই টিকা সামনের সপ্তাহ থেকে পাওয়া যাবে দেশের বাজারে। আরও টিকা আসছে রাশিয়া থেকে।’’
শুধু তাই নয়, এফডিএ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সব টিকার অনুমোদন দিয়েছে, সেই সব টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতে টিকা প্রস্তুত করতে চাইলে দ্রুত লাইসেন্স দেবে কেন্দ্র। যার অর্থ, এফডিএ এবং হু অনুমোদিত যে কোনও টিকার জন্যই দরজা খুলে দিল ভারত। পাল বলেন, ‘‘ওই সব সংস্থা আবেদন করলে এক থেকে দু’দিনের মধ্যে লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্সের জন্য অনুমতি চেয়ে কোনও আবেদন আমাদের কাছে এই মুহূর্তে অবশ্য জমা পড়েনি।’’
সরকারি সূত্রে খবর, জুলাই থেকে দেশেই প্রস্তুত করা হবে স্পুটনিক ভি টিকা। রুশ টিকা তৈরি করবে ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরিজ। পাল বলেন, ‘‘জুলাই থেকে ওই টিকা দেশে তৈরি করা হবে। শুরুতে ১৫.৬ কোটি টিকা ওই সংস্থা তৈরি করবে।’’
১ মে ভারতে এসেছে রুশ প্রতিষেধক স্পুটনিক ভি। এটি ‘অ্যাডেনোভাইরাস ভেক্টর ভ্যাক্সিন’। বিশ্ববাজারে এই প্রতিষেধকই প্রথম করোনাভাইরাস টিকা হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। ভারতীয় বাজারে এটি তৃতীয় কোভিড প্রতিষেধক। অতিমারির সঙ্কটে টিকার ঘাটতি সামলাতেই ড্রাগস কনট্রোলার জেনারেল অব ইন্ডিয়া এই প্রতিষেধক ব্যবহারে সম্মতি দেয়। আমেরিকার ফাইজার এবং ম়ডার্নার পর এই প্রতিষেধকের কার্যকারিতা সর্বোচ্চ— ৯১.৬ শতাংশ। বিশ্বের ৬০টিরও বেশি দেশে এই টিকা ব্যবহার করা হচ্ছে।