NEET Aspirant's Death

‘আমাকে ক্ষমা করে দিয়ো চিন্নু’! জোধপুরে উদ্ধার নিট পড়ুয়ার দেহ, কে এই চিন্নু, তদন্তে পুলিশ

মৃত ওই পড়ুয়ার নাম রোহিত ভাটি। হস্টেলে তাঁর ঘর থেকে মঙ্গলবার দেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু সুইসাইড নোটে লেখা ‘চিন্নু’ কে? তাঁকে উদ্দেশ করে কেন ক্ষমা চাইলেন নিট পড়ুয়া?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৮:০১
নিট পড়ুয়ার মৃত্যু জোধপুরে। প্রতীকী ছবি।

নিট পড়ুয়ার মৃত্যু জোধপুরে। প্রতীকী ছবি।

সিলিং ফ্যান থেকে ঝুলছিল দেহ। ঘরে টেবিলের উপরে রাখা সাদা কাগজে লেখা একটি সুইসাইড নোট। কয়েকটি মাত্র শব্দ— ‘পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়ো চিন্নু’! রাজস্থানের জোধপুরে এক হস্টেল থেকে এক নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার করল পুলিশ।

Advertisement

মৃত ওই পড়ুয়ার নাম রোহিত ভাটি। হস্টেলে তাঁর ঘর থেকে মঙ্গলবার দেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু সুইসাইড নোটে লেখা ‘চিন্নু’ কে? তাঁকে উদ্দেশ করে কেন ক্ষমা চাইলেন নিট পড়ুয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে হস্টেলের অন্য পড়ুয়া, রোহিতের সহপাঠী এবং তাঁর অভিভাবকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রোহিত বেওয়ারের বাসিন্দা। নিটের কোচিংয়ের জন্য এক বছর আগে জোধপুরে এসেছিলেন। সেক্টর ১৭-য় একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। সেখানে হস্টেলে থেকেই পড়াশোনা চালাচ্ছিলেন। মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান হস্টেলের মালিক। তিনিই পুলিশকে খবর দেন। রোহিতের ফোনের তথ্য ঘেঁটে ‘চিন্নু’র রহস্যভেদ করার চেষ্টা করছে পুলিশ। আত্মহত্যার আগে কাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন রোহিত, তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন