Crime

Crime: মাকে হেনস্থার ‘জবাব’! মত্তকে পিটিয়ে হত্যা করে মায়ের সামনেই দেহ নিয়ে এসে ফেললেন যুবক

বিশাখাপত্তনমের আল্লিপুরমের এই ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৩:৫১
মত্ত অবস্থায় প্রায়শই মহিলাকে হেনস্থা করা হত বলে অভিযোগ।

মত্ত অবস্থায় প্রায়শই মহিলাকে হেনস্থা করা হত বলে অভিযোগ। প্রতীকী ছবি।

মাকে হেনস্থার প্রতিবাদে ক্রোধের বশে এক মদ্যপ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল ২৩ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। হত্যার পর ওই ব্যক্তির দেহ টানতে টানতে মায়ের সামনে এনে ফেললেন ওই যুবক। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আল্লিপুরম এলাকার ঘটনা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার শ্রীনু নামে ৪৫ বছর বয়সি এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রসাদ নামে এক যুবকের বিরুদ্ধে। মদ্যপান করে শ্রীনু প্রায়শই তাঁকে হেনস্থা করেন— এ কথা প্রসাদকে বলেন তাঁর মা। এর পরই শ্রীনুর উপর চড়াও হন প্রসাদ।

Advertisement

এই ঘটনার সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। তাতে দেখা গিয়েছে, শ্রীনুকে হত্যার পর তাঁর দেহ রাস্তায় টানতে টানতে মায়ের সামনে এনে ফেলেছেন প্রসাদ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন