Telangana Tunnel Collapsed

তেলঙ্গানার সুড়ঙ্গ বিপর্যয়: দ্বিতীয় শ্রমিকের দেহ দেখতে পেল উদ্ধারকারী দল, নিখোঁজ এখনও ৬

গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার শ্রীশৈলমে ৪৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা। তাঁদের মধ্যে আরও এক জনের দেহ উদ্ধার হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৪:৪৪
Second body found as search continues for six others

তেলঙ্গানার শ্রীশৈলমে ধস নামা সেই সুড়ঙ্গে চলছে উদ্ধারকাজ। —ফাইল চিত্র।

দু’সপ্তাহ আগে আটকে থাকা এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছিল। মঙ্গলবার দ্বিতীয় দেহ মিলল তেলঙ্গানার সুড়ঙ্গ থেকে! খননকারী যন্ত্র দিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে খোঁড়ার সময় কনভেয়র বেল্ট থেকে ৫০ মিটার দূরে একটি দেহ দেখতে পান উদ্ধারকারী দল। সেই দেহই বাইরে বার করে আনার চেষ্টা করছে তারা।

Advertisement

স্থানীয় প্রশাসনের কর্তারা জানিয়েছে, মঙ্গলবার ভোরে খননকাজের সময় এক শ্রমিকের দেহ দেখতে পাওয়া যায়। তবে তাঁর পরিচয় এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তা জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানাচ্ছেন কর্তারা। দুই শ্রমিকের দেহ উদ্ধার হলেও এখনও ছ’জন নিখোঁজ। তাঁদের খোঁজে অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে বলে জানাচ্ছে উদ্ধারকারী দল।

গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার শ্রীশৈলমে ৪৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা। শুরু হয় উদ্ধার অভিযান। সুড়ঙ্গের ভিতরে কোথাও মানুষের অস্তিত্ব রয়েছে কি না, তা খুঁজে বার করতে বিশেষ পারদর্শী সারমেয়দলকে কাজে লাগানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা, নৌসেনা-সহ ১২টি উদ্ধারকারী দলের মোট ৭০০ জন সদস্য উদ্ধারকাজে নেমেছেন। তবে এখনও সকলের খোঁজ মেলেনি। গত ৯ মার্চ, ঘটনার ১৬ দিনের মাথায় প্রথম শ্রমিকের খোঁজ মেলে। গুরপ্রীত সিংহ নামে ওই শ্রমিকের বাড়ি পঞ্জাবে। সুড়ঙ্গ থেকে দেহ বার করে এনে তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন