defence budget

Military Budget: সামরিক ব্যয়ে রাশিয়াকে পিছনে ফেলে ভারত তিনে, সামনে শুধু আমেরিকা আর চিন

সামরিক সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ জানিয়েছে, ২০২১ সালে এই খাতে ভারতের ৭,৬৬০ কোটি ডলার খরচ হয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৫:২৭
কোভিড আবহেও প্রতিরক্ষা বরাদ্দ বেড়েছে ভারতের।

কোভিড আবহেও প্রতিরক্ষা বরাদ্দ বেড়েছে ভারতের। ফাইল চিত্র।

প্রতিরক্ষা খাতে খরচের নিরিখে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকাতেই বহাল রইল ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে আমেরিকা এবং চিনের পরেই ভারতের অবস্থান। এর আগে ২০২০ সালের সামরিক ব্যয়ের পরিসংখ্যানে মস্কোকে ছুঁয়ে ফেলেছিল নয়াদিল্লি।

এসআইপিআরআই-এর দেওয়া তথ্য বলছে, ২০১২ থেকে ২০২১ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ২০২০ সালের তুলনায় ২০২১-এ খরচ বেড়েছে ০.৯শতাংশ। প্রাপ্ত তথ্য বলছে, সে বছর সামরিক খাতে প্রায় ভারতের ৭,৬৬০ কোটি ডলার (প্রায় ৫ লক্ষ ৭৭ হাজার ২৫৮ কোটি টাকা) খরচ হয়েছে।

Advertisement

অন্য দিকে, ২০২১ সালে আমেরিকার মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল ৮০,১০০ কোটি ডলার (প্রায় ৬১ লক্ষ ৪০ হাজার ৯১০ কোটি টাকা)। চিনের ২৯,৩০০ কোটি ডলার (প্রায় ২২ লক্ষ ৪৬ হাজার ৩০০ কোটি টাকা)। প্রসঙ্গত, কোভিড আবহে আমেরিকার প্রতিরক্ষা ব্যয় ১.৪ শতাংশ কমলেও চিনের বেড়েছে প্রায় ৪.৭ শতাংশ। এসআইপিআরআই-এর ওই তথ্য বলছে, পৃথিবীর মোট প্রতিরক্ষা ব্যয়ের ৬২ শতাংশ মিলিত ভাবে আমেরিকা, রাশিয়া, চিন, ভারত এবং ব্রিটেনের দখলে।

Advertisement
আরও পড়ুন