রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ফাইল চিত্র।
হাসপাতালে ভর্তি করানো হল রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে। মঙ্গলবার সকালে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে রিজ়ার্ভ ব্যাঙ্কের এক মুখপাত্র জানিয়েছেন।
ওই মুখপাত্র জানান, পরিস্থিতি উদ্বেগজনক নয়। শক্তিকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। অম্বলের সমস্যায় ভুগছিলেন। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নরকে। ওই মুখপাত্র আরও জানিয়েছেন, এ বিষয়ে বিবৃতি জারি করা হবে। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পরই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে হাসপাতালের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
রিজ়ার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর শক্তিকান্ত। উর্জিত পটেলের ইস্তফার পর ২০১৮ সালের ১১ নভেম্বর শক্তিকান্তকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর প্রথম দফার কার্যকালের মেয়াদ শেষ হয়। কিন্তু কেন্দ্রের নয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ডিসেম্বের পর দ্বিতীয় দফায় আরও তিন বছর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয় শক্তিকান্তের। এ বছরের ১০ ডিসেম্বর তাঁর কর্মজীবনের মেয়াদ শেষ হবে।
তবে রয়টার্সের এক প্রতিবদেনে দাবি করা হয়েছে, শক্তিকান্তের কার্যকালের মেয়াদ বৃদ্ধি হতে পারে আবার। যদি তাঁর কার্যকালের মেয়াদ আবার বৃদ্ধি করা হয়, তা হলে ষাটের দশকের পর থেকে সবচেয়ে বেশি সময়ের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হবেন শক্তিকান্ত।