রণধীর জয়সওয়াল। —ফাইল চিত্র।
সাম্প্রতিক কালে জম্মু-কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসের পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে জানিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। বলেছিলেন, সন্ত্রাসের কেন্দ্র হল পাকিস্তান। জম্মু-কাশ্মীর যে সন্ত্রাসবাদীরা ছড়িয়ে রয়েছে, তাদের ৮০ শতাংশ পাকিস্তানি। এর জবাবে পাকিস্তানের ‘ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইএসপিআর) বলেছিল, ভারতীয় সেনাবাহিনী রাজনীতি করছে। এ বার তাদের সেই বক্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্টই জানাল, পাকিস্তান সন্ত্রাসকে মদত দিয়ে চলেছে এবং সে সম্পর্কে গোটা বিশ্ব অবগত।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘গোটা বিশ্ব জানে কারা সন্ত্রাসের প্রচার করছে।’’ তাঁর কথায়, ‘‘ভারতে যখন কোনও সন্ত্রাস হামলা চলে, আমরা সবাই জানি তার উৎস কোথায়, কোথা থেকে কলকাঠি নড়ছে। সীমান্তের ও-পার থেকে সন্ত্রাস ছড়াচ্ছে। গোটা পৃথিবী যখন সবটাই জানে, তখন এ সব নিয়ে ‘রাজনীতি’ করা হচ্ছে বলাটা তাৎপর্যহীন।’’