Rahul Gandhi

‘মোদী’ পদবি অবমাননা মামলায় দোষী রাহুলের আবেদন গুজরাত হাই কোর্টে, শুনানি শীঘ্রই

মোদী পদবি নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে গত ২৩ মার্চ সুরাতের ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দু’বছরের জেলের সাজা দিয়েছিল। ২০ এপ্রিল সেই সাজাই বহাল রেখেছে সুরাতের দায়রা আদালত।

Advertisement
সংবাদ সংস্থা
গান্ধীনগর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ২৩:২১
Rahul Gandhi files appeal in Gujarat HC against Surat session court order declining stay on  conviction in defamation case

‘মোদী’ পদবি অবমাননার মামলায় রাহুল গান্ধীর সাজা বহাল রেখেছে গুজরাত দায়রা আদালত। ফাইল চিত্র।

মোদী পদবি অবমাননার মামলায় সুরাতের দায়রা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ বার গুজরাত হাই কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাহুলের আইনজীবী বিএম মঙ্গুকিয়া সাজা কার্যকর করার নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছেন।

২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মা ২ বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। তবে ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক।

Advertisement

সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছিলেন।

এর পর রাহুল তাঁকে দোষী ঘোষণা এবং সাজার উপর স্থগিতাদেশ চেয়ে গত ৩ এপ্রিল সুরাতেরই দায়রা আদালতে (সেশনস কোর্ট) আবেদন করেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা সেই আবেদন খারিজ করে সাজা কার্যকরের রায় বহাল রাখেন। ফলে সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা হাতছাড়া হওয়ার পাশাপাশি, রাহুলের জেলযাত্রার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গুজরাত হাই কোর্ট সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাহুলের আবেদনের শুনানি শুরু হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement