Rahul Gandhi on EC

আপস করছে নির্বাচন কমিশন! মহারাষ্ট্রের উদাহরণ টেনে আমেরিকায় অভিযোগ রাহুলের

রবিবার আমেরিকার বস্টনে ভারতীয় বংশোদ্ভূতদের সামনে রাহুলের অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন আপস করছে। গোটা ব্যবস্থায় কিছু বড় গলদ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১২:১১
আমেরিকায় রাহুল গান্ধী।

আমেরিকায় রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

দেশে নির্বাচনী ব্যবস্থায় ‘স্বচ্ছতা’ নিয়ে ফের প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তা-ও আবার আমেরিকার মাটি থেকে। রবিবার আমেরিকার বস্টনে ভারতীয় বংশোদ্ভূতদের সামনে রাহুলের অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন আপস করছে। গোটা ব্যবস্থায় কিছু বড় গলদ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

Advertisement

নিজের বক্তব্যের সমর্থনে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের উদাহরণ টেনেছেন রায়বরেলীর কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রে ভোটারের তুলনায় বেশি ভোট পড়েছিল। মাত্র দু’ঘণ্টায় ৬৫ লক্ষ ভোটার বেড়েছিল বলেও দাবি করেন তিনি। রাহুলের কথায়, “নির্বাচন কমিশন বিকেল সাড়ে ৫টার সময় এক রকম আবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আর এক রকম হিসাব দিল। ওই সময়ের মধ্যে ৬৫ লক্ষ ভোটার ভোট দিলেন। এটা অসম্ভব।” এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, “এটা স্পষ্ট যে নির্বাচন কমিশন আপস করছে। পদ্ধতিতে কিছু বড় গন্ডগোল রয়েছে।”

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সময় অল্প সময়ে ভোটারের সংখ্যাবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি। দিল্লির বিধানসভা নির্বাচনের সময়েও ভোটার তালিকায় গরমিলের অভিযোগ উঠেছিল। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে কমিশন জানায়, ভোটার তালিকা নিয়ে কোনও তথ্য ছাড়াই অভিযোগ করা হচ্ছে। এই চাপানউতরের আবহেই ফের নির্বাচন সদনের দিকে আঙুল তুললেন রাহুল।

Advertisement
আরও পড়ুন