যুদ্ধবিমান চালালেন রাষ্ট্রপতি দ্রৌপদী। ছবি: টুইটার।
পরনে জলপাই রঙের ‘ফ্লাইট স্যুট’। মাথায় ব্যালিস্টিক হেলমেট। শনিবার এই অচেনা সাজেই দেখা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। অসমের তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই-৩০ যুদ্ধবিমান ওড়ালেন তিনি।
রাষ্ট্রপতির পদাধিকার বলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক দ্রৌপদী শনিবার তেজপুরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেই সুখোই-৩০ এমকেআই-এর দু’আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান ওড়ান তিনি। সহকারী পাইলটের আসনে ছিলেন ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান চালক। তেজপুর ঘাঁটির পরিদর্শক খাতায় রাষ্ট্রপতি লেখেন, ‘‘এমন উড়ানের ব্যবস্থা করার জন্য আমি তেজপুরের বিমান ঘাঁটির সমস্ত সেনাদের অভিনন্দন জানাই।’’
সুখোই সফরের অভিজ্ঞতার কথা জানিয়ে রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, ‘‘ভারতীয় বায়ুসেনার শক্তিশালী সুখোই-৩০-এমকেআই যুদ্ধবিমানে ওড়া আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। এটা গর্বের বিষয় যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা আজ জল, স্থল এবং অন্তরীক্ষে সুদৃঢ় ভাবে প্রসারিত।’’ প্রসঙ্গত, ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে সুখোই-৩০ এমকেআই বিমানে সওয়ার হলেন দ্রৌপদী। ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল মহারাষ্ট্রের পুণে বায়ুসেনা ঘাঁটিতে এই রুশ যুদ্ধবিমান উড়িয়েছিলেন।
"It was an exhilarating experience for me to fly in the mighty Sukhoi-30 MKI fighter aircraft of the Indian Air Force. It is a matter of pride that India's defence capabilities have expanded immensely to cover all the frontiers of land, air and sea.” the President wrote. pic.twitter.com/Plug8L3Ldu
— President of India (@rashtrapatibhvn) April 8, 2023