Maharashtra Shivaji Statue

‘মাথা নত করে ক্ষমা চাইছি’, মহারাষ্ট্রে শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মোদী

সোমবার মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভানে রাজকোট দুর্গে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজীর ৩৫ ফুটের একটি পূর্ণাবয়ব মূর্তি। শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শুরু হয় রাজনৈতিক তরজাও। বিরোধীরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল তোলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ১৭:৩১
PM Narendra Modi apology on statue collapse

(বাঁ দিকে) শিবাজীর ভেঙে যাওয়া সেই মূর্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আট মাস আগে ধুমধাম করে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সেই মূর্তি ভেঙে পড়ে। এ বার সেই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন তিনি। বললেন, ‘‘আমি শিবাজী মহারাজ এবং তাঁর মূর্তি ভেঙে পড়ায় যাঁদের ভাবাবেগে আঘাত লেগেছে, তাঁদের সকলের কাছে ক্ষমা চাইছি।’’

Advertisement

শুক্রবার মহারাষ্ট্রের পালঘরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বলেন, ‘‘যাঁরা শিবাজীকে তাঁদের দেবতা বলে মনে করেন এবং মূর্তি ভেঙে পড়ায় আহত হয়েছেন, তাঁদের কাছে আমি মাথা নত করে ক্ষমা চাইছি। আমাদের মূল্যবোধ আলাদা। আমাদের কাছে আমাদের দেবতার চেয়ে বড় কিছুই নয়।’’

গত সোমবার দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভানে রাজকোট দুর্গে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজীর ৩৫ ফুট উঁচু একটি পূর্ণাবয়ব মূর্তি। এই ঘটনায় মহারাষ্ট্রের পূর্ত দফতর মূর্তি নির্মাণের বরাত দেওয়া ঠিকাদার জয়দীপ আপ্টে এবং চেতন পাটিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাঁদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলা হয়।

শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শুরু হয় রাজনৈতিক তরজাও। বিরোধীরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল তোলে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের পদত্যাগেরও দাবি করে। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর নৌসেনা দিবসে এই মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী। এক বছর পার হওয়ার আগেই কী ভাবে ভেঙে মূর্তি ভেঙে পড়ল, সেই প্রশ্ন তোলে মহারাষ্ট্রের বিরোধী দলগুলি। শুক্রবার বিরোধীদের কটাক্ষ করে মোদী বলেন, ‘‘ভূমিপুত্র বীর সভারকারকে অপমান করেন যাঁরা, তাঁরা কিন্তু কখনও ক্ষমা চাইতে রাজি নন। তাঁরা আদালতে যেতে পারেন।’’

মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্মাণ সংস্থার পরামর্শদাতা চেতনকে শুক্রবার সকালে কোলহাপুর অপরাধদমন শাখা এবং মালভান থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করে।

আরও পড়ুন
Advertisement