Eid 2025

ইদের শুভেচ্ছাবার্তা মোদীর, বোহরাদের গুরুত্ব কেন্দ্রের 

শুরু হয়েছে রাম নবমীর উৎসব। তারই মধ্যে আজ ইদের শুভেচ্ছা জানিয়ে মোদী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘সকলকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে নতুন আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করুক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ০৯:১৮
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

এই সপ্তাহেই সংসদে আসতে চলেছে ওয়াকফ বিল। এই বিলকে কেন্দ্র করে সংখ্যালঘু আবেগ আলোড়িত হওয়ার সম্ভবনা দেখছেন বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে মোদী-শাহের দলের অনুমান, এই আবেগকে ধুনো দিতে তৈরি হচ্ছে কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলিও। আর তাই আজ ইদের মঞ্চকে ব্যবহার করে মুসলিম মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মোদী সরকারকে আজ বাড়তি গুরুত্ব দিতে দেখা গেল দাউদি বোহরা মুসলমান সম্প্রদায়কে।

Advertisement

শুরু হয়েছে রাম নবমীর উৎসব। তারই মধ্যে আজ ইদের শুভেচ্ছা জানিয়ে মোদী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘সকলকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে নতুন আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় সাফল্য আসুক। ইদ মোবারক।’ পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ‘খুশির ইদে আমি সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমার মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা। এই উৎসব ভ্রাতৃত্বের চেতনাকে শক্তিশালী করে করুণা ও দানের মানসিকতা বাড়ায়। আমি প্রার্থনা করি এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক। সকলের মানবিকতার পথে চলার সংকল্পকে শক্তিশালী করুক এই উৎসব।’

সংখ্যালঘুদের মন জয়ে অধিকাংশ রাজনৈতিক দল ঘটা করে বিভিন্ন ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু বিজেপি নেতৃত্বকে অন্তত সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনও উদ্যোগে দেখা যায়নি। তবে এক সপ্তাহ আগে থেকে দেশের ৩২ লক্ষ গরিব মুসলিম পরিবারের হাতে ইদের উপহার তুলে দিতে উদ্যোগী হয় দলের সংখ্যালঘু মোর্চা। সেই উপহারের নামকরণ করা হয় ‘সওগাত-এ মোদী’। দেশের প্রায় ৩২ হাজার মসজিদ থেকে ওই ৩২ লক্ষ কিট বিতরণ করেছে বিজেপি। ওয়াকফ বিলের আবহে ইদের উপহার বণ্টন করে এক দিকে মুসলিম সমাজের মন জয়, অন্য দিকে মুসলিম সমাজের মধ্যে দলের ইতিবাচক ছবি তুলে ধরার কৌশল নিয়েছেন বিজেপি নেতৃত্ব।

পাশাপাশি আজ মোদীর প্রতিনিধি তথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দাউদি বোহরা মুসলমান সম্প্রদায়ের নেতার সঙ্গে দেখা করে তাঁদের সাক্ষাতের ছবি পোস্ট করেছেন। সঙ্গে জয়শঙ্কর লিখেছেন, ‘দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধি শাহজাদা হুসেনের সঙ্গে দেখা করে খুবই খুশি। তাঁকে ইদের শুভেচ্ছা জানিয়েছি। সেই সঙ্গে তাঁদের অনুপ্রেরণামূলক গোষ্ঠীবদ্ধ কাজকর্ম নিয়েও কথা হয়েছে।’

ভারতে বোহরা মুসলিমদের সম্মিলিত জনসংখ্যা ১০-১২ লক্ষ। যা ভারতে মুসলিম জনসংখ্যার ১০%। গুজরাত এবং মুম্বইয়ে এই সম্প্রদায়ের আর্থিক প্রগতি চোখে পড়ার মতো। অনেকেই মনে করেন, মুম্বইয়ের ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এই সম্প্রদায়ের প্রতিনিধিরাই। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই মোদীর সঙ্গে এই বোহরা মুসলিমদের সম্পর্ক অত্যন্ত মধুর। প্রধানমন্ত্রী হওয়ার পরে তা আরও পোক্ত হয়েছে।রাজনৈতিক শিবিরের বক্তব্য— শুধুমাত্র ঘরোয়া সংখ্যালঘু সম্প্রদায়ই নয়, বাংলাদেশ-সহ প্রতিবেশী বলয়, নয়াদিল্লির সঙ্গে সঙ্গে সুসম্পর্কে থাকা আরব দেশগুলি এবং পশ্চিমের উদ্দেশেও সদর্থক বার্তা দেওয়ার প্রয়াস রয়েছে মোদী সরকারের।

Advertisement
আরও পড়ুন