PM Modi

PM modi: দু’বছর পর তিন দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দেবেন ২৫টি কর্মসূচিতে

সোমবার জার্মানিতে তিনি চ্যান্সেলার ওলাফ স্কোলজের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়াও দু’দেশের বাণিজ্যিক আধিকারিকদের একটি গোলটেবিল বৈঠকে তিনি অংশ নেবেন। 

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মে ২০২২ ১২:১৫
বার্লিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বার্লিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ছবি টুইটার

দু’বছর পর তিন দিনের বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ইউরোপের তিনটি দেশে যাবেন তিনি। সফর শুরু হল জার্মানি দিয়ে। সোমবারই তিনি সে দেশের রাজধানী বার্লিনে পৌঁছেছেন।

সোমবার জার্মানিতে তিনি চ্যান্সেলার ওলাফ স্কোলজের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়াও দু’দেশের বাণিজ্যিক আধিকারিকদের একটি গোলটেবিল বৈঠকে তিনি অংশ নেবেন।

বার্লিনে পা রেখে প্রধানমন্ত্রী একটি টুইট করেন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘বার্লিনে পৌঁছলাম। সোমবার চ্যান্সেলার ওলাফ স্কোলজের সঙ্গে একটি বৈঠক রয়েছে। এ ছাড়া বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে আমি বক্তব্য রাখব। আমি নিশ্চিত যে এই সফর ভারত ও জার্মানির মধ্যে বন্ধুত্বকে বাড়িয়ে তুলবে।’

Advertisement

জার্মানি থেকে ৩ মে প্রধানমন্ত্রী যাবেন ডেনমার্কে। রাজধানী কোপেনহাগেনে একটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি যোগ দেবেন। যে বৈঠকে ডেনমার্কের প্রতিনিধি ছাড়াও উপস্থিত থাকবেন ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং আইসল্যান্ডের প্রতিনিধিরা।

তার পরের দিন, অর্থাৎ ৪মে প্রধানমন্ত্রী যাবেন ফ্রান্সে। সেখানে পুনর্নিবাচিত প্রেসিডেন্ট এমানুয়েল মাকরের সঙ্গে একটি বৈঠক করবেন। এই তিন দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ২৫টি কর্মসূচিতে যোগ দেবেন।

Advertisement
আরও পড়ুন