Bomb Threat

‘বিমানবন্দরে লুকোনো রয়েছে বোমা’! ইমেলে হুমকির জেরে হুলস্থুল পটনা এবং বরোদায়

২০২৩ সালের এপ্রিলেও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পটনা বিমানবন্দরে ফোন করে বোমা লুকিয়ে রাখার ‘খবর’ দিয়েছিলেন। সেই ঘটনার জেরেও তৈরি হয়েছিল উত্তেজনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ১৭:৫৮
পটনা বিমানবন্দর।

পটনা বিমানবন্দর। — ফাইল চিত্র।

আবার বোমাতঙ্ক পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে। ফোনের পরে এ বার ইমেলে আসা হুমকির জেরে।

Advertisement

মঙ্গলবার দুপুরে বিহারের রাজধানী শহরের বিমানবন্দরের ডিরেক্টরের কাছে একটি ইমেল আসে। তাতে বিমানবন্দরে বোমা লুকোনো রয়েছে বলে হুমকি দেওয়া হয়। এর পরেই নড়েচড়ে বসেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তড়িঘড়ি বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। কর্মীরা এসে বিমানবন্দরে বোমার খোঁজ শুরু করেন। কিন্তু তন্নতন্ন করে বিমানবন্দরের নানা প্রান্তে তল্লাশি চালানো হলেও বোমার খোঁজ মেলেনি।

ঘটনাচক্রে মঙ্গলবার গুজরাতের বরোদা বিমানবন্দরেও ইমেলে বোমার হুমকি আসে। কিন্তু সেখানেও কোনও বোমার সন্ধান মেলেনি। প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পটনা বিমানবন্দরে ফোন করে বোমা লুকিয়ে রাখার ‘খবর’ দিয়েছিলেন। সেই ঘটনার জেরেও বিমানবন্দরের আনাচকানাচে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড। কিন্তু কোনও বোমার সন্ধান মেলেনি।

আরও পড়ুন
Advertisement