Fake currency notes

চিকিৎসা করাতে এসে জাল ৫০০ টাকা ধরিয়ে দিলেন রোগী! ‘মজার স্মৃতি’ শেয়ার করলেন চিকিৎসক

চিকিৎসককে জাল নোটে ‘ফি’ দেওয়ার ঘটনা খুব একটা শোনা যায়নি। এ বার সে রকমই ঘটনা ঘটেছে অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক মানব অরোরার সঙ্গে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১১:৪৫
doctor

চিকিৎসক মানব অরোরা এবং রোগীর দেওয়া সেই জাল নোট। ছবি: সংগৃহীত।

চিকিৎসা করাতে এসে ডাক্তারকে ঠকিয়ে গেলেন এক রোগী। ডাক্তারের ‘ফি’ ৫০০ টাকা। রোগী সেই টাকা তো দিলেন, কিন্তু সেটা যে জাল নোট ধরতে পারেননি চিকিৎসক। রোগী টাকা দিয়ে চলে যাওয়ার পর চিকিৎসকের সন্দেহ হয়। পাঁচশো টাকার নোট নিয়ে তিনি ভাল করে পরীক্ষা করার পর দেখেন সেটি জাল নোট। কিন্তু তত ক্ষণে নাগালের বাইরে চলে গিয়েছিলেন রোগী। তবে বিষয়টিকে চিকিৎসক হালকা ভাবেই নিয়েছেন। এবং সেই ‘মজার স্মৃতি’ সমাজমাধ্যমে শেয়ারও করেছেন।

চিকিৎসককে জাল নোটে ‘ফি’ দেওয়ার ঘটনা খুব একটা শোনা যায়নি। এ বার সে রকমই ঘটনা ঘটেছে অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক মানব অরোরার সঙ্গে। সমাজমাধ্যমে তাঁর সেই অভিজ্ঞতা শেয়ারও করেছেন চিকিৎসক। তিনি বলেন, “রোগী না জেনে এই জাল নোট দিয়ে গিয়েছেন, এটা বিশ্বাস করা যায় না। জেনেশুনেই এ কাজ করেছেন তিনি।” রসিকতা করে চিকিৎসক বলেন, “৫০০ টাকা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হল! যাইহোক, এটাও অন্য রকম এক অভিজ্ঞতা।”

Advertisement

চিকিৎসকের এই অভিজ্ঞতা প্রকাশ্যে আসার পরই নেটাগরিকরা এই ঘটনা নিয়ে নানা রকম মন্তব্য করেছেন। কেউ কেউ রসিকতা করে বলেছেন, “শাহিদ কপূরের ‘ফর্জি’ ছবি দেখে বোধহয় ওই রোগী অনুপ্রাণিত হয়েছেন।” আরও এক জন বলেছেন, “রোগী যে-ই হন কেন, তিনি জিনিয়াস, মানতেই হবে। চিকিৎসাও করালেন, আবার ডাক্তারকে ঠকিয়েও গেলেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement