বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী জোটের নেতানেত্রীরা। ছবি: পিটিআই।
জল্পনা ছড়িয়েছিল পটনার বৈঠকের পর থেকেই। বেঙ্গালুরুর বৈঠকের মাঝেই এ বিষয়ে সুর্নির্দিষ্ট বার্তা এল বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের তরফে। জানা গেল, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে বিরোধী দলগুলি।
বিরোধী জোটের নতুন নাম—‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স)। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি টুইটে আগেই সেই ইঙ্গিত মিলেছিল। তিনি লিখেছিলেন, ‘চক্ দে! ইন্ডিয়া’।
Chak De! INDIA
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 18, 2023
সূত্রের খবর, লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী সমমনস্ক দলগুলি যাতে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, তার জন্য বেঙ্গালুরুতে সবিস্তারে আলোচনা পারে। তবে নাম বদল হলেও নয়া জোটে চেয়ারপার্সন বা আহ্বায়ক পদ আপাতত না-ও থাকতে পারে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি।