Jagdeep Dhankhar

ধনখড়কে নিয়ে চাপ পরের অধিবেশনেও

সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইন্ডিয়া মঞ্চের শরিক দলগুলি একাধিক আইনজ্ঞের সঙ্গে কথা বলেছে। তাঁদের বক্তব্য, পরের অধিবেশনে আবার একই নোটিস আনতে হবে না বিরোধীদের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৮:২৪
জগদীপ ধনখড়।

জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।

বিরোধীদের আনা রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটির মেয়াদ শীতকালীন অধিবেশনে শেষ হয়ে যাচ্ছে না। পরের অধিবেশনের জন্যও তা বলবৎ থাকবে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইন্ডিয়া মঞ্চের শরিক দলগুলি একাধিক আইনজ্ঞের সঙ্গে কথা বলেছে। তাঁদের বক্তব্য, পরের অধিবেশনে আবার একই নোটিস আনতে হবে না বিরোধীদের। চেয়ারম্যান চাইলে তা আগামী অধিবেশনে আনতে পারেন। আপাতত বিরোধীদের কৌশল, এই চাপ বজায় রাখা হবে।

Advertisement

তৃণমূল সূত্রের বক্তব্য, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের পক্ষ থেকে বিরোধী সাংসদদের সঙ্গে ‘ট্র্যাক টু’ আলোচনার প্রয়াস বজায় রাখা হয়েছে। কংগ্রেসের মল্লিকার্জুন খড়্গে, জয়রাম রমেশ, প্রমোদ তিওয়ারিরা দেখা করেছেন তাঁর সঙ্গে। কিন্তু তৃণমূলের সাকেত গোখলেকে পরপর তিন দিন মধ্যাহ্নভোজনে ডাকা হলেও বিভিন্ন কারণ দেখিয়ে তিনি যাননি ধনখড়ের কাছে। গত কাল দলের রাজ্যসভার দুই সাংসদ দোলা সেন এবং নাদিমুল হক রাজ্যসভার অফিসে গিয়েছিলেন ঠিকই, কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সেটা চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে নয়। সংবিধান নিয়ে তিন মিনিট করে দশ জন সাংসদের বলার সময় পাওয়া নিয়ে কিছু সমস্যা হচ্ছিল, তা জানাতে।

Advertisement
আরও পড়ুন