Omicron

Omicron: নিজেই টিকা হয়ে উঠতে পারে ওমিক্রন, চিরতরে শেষ করতে পারে অতিমারি, মত আইসিএমআর কর্তার

কম উপসর্গযুক্ত ওমিক্রনের সংক্রমণ করোনা অতিমারি শেষ করতে সাহায্য করতে পারে। ওমিক্রন নিজেই কোভিডের টিকা হিসেবে কাজ করতে পারে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১২:০৫

ফাইল চিত্র ।

কোভিডের বর্তমান ভয়াবহতা তিন মাসের মধ্যেই কমতে শুরু করবে। একইসঙ্গে ওমিক্রন নিজেই কোভিডের টিকা হয়ে উঠতে পারে। এমনই মত প্রকাশ করলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর এক শীর্ষকর্তা। আইসিএমআরের এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজেসের প্রধান চিকিত্সক সমীরণ পান্ডা বলেন, মানুষ যদি কোভিড বিধি সঠিক ভাবে মেনে চলেন তবেই করোনাভাইরাস সংক্রমণের রেখচিত্র নীচের দিকে নামবে।

সমীরণ বলেন, ‘‘কম উপসর্গযুক্ত ওমিক্রনের সংক্রমণ করোনা অতিমারি শেষ করতে সাহায্য করতে পারে। ওমিক্রন নিজেই কোভিডের টিকা হিসেবে কাজ করতে পারে। যত বেশি সংখ্যক লোক সংক্রমিত হচ্ছেন, সংক্রমণ তত কম গুরুতর হচ্ছে। টিকা ওমিক্রন সংক্রমণের তীব্রতা কমাতে সক্ষম। তবে, বয়স্কদের উপর এটি কী প্রভাব ফেলবে তা আমরা জানি না। তাই আমাদের সতর্ক হওয়া উচিত।’’ তাঁর বক্তব্যের সঙ্গে বহু বিশেষজ্ঞও একমত বলে দাবি করেন তিনি।

Advertisement

সমীরণের দাবি, ‘‘কোভিডের রেখচিত্র আগামী তিন মাসেই কমতে পারে। আর তার জন্য চারটি জিনিস মেনে চলতে হবে। টিকাকরণে পিছিয়ে থাকা রাজ্যগুলিকে টিকার সংখ্যা বাড়াতে হবে, জনগণকে ভিড় এড়িয়ে চলতে হবে, অপ্রয়োজনীয় কারণে বাইরে বেরনো বন্ধ করতে হবে এবং টিকা নেওয়ার পাশাপাশি মাস্কের ব্যবহার বজায় রাখতে হবে।’’

সংক্রমণের সংখ্যা যত দ্রুত বৃদ্ধি পায়, রেখচিত্র তত বেঁকে উঁচুতে ওঠে। সংক্রমণের হার বৃদ্ধি পেলে স্বাস্থ্য ব্যবস্থায় বেশি চাপ পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর একটি রিপোর্ট অনুসারে কোভিড রেখচিত্রে একটি উচ্চ বক্ররেখা তৈরি হওয়ার অর্থ আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া। তবে এরই পাশাপাশি এর অর্থ আক্রান্তের সংখ্যা পরবর্তীতে দ্রুত হারে হ্রাসও পাবে।

Advertisement
আরও পড়ুন