Sexual abuse

Sexual Harassment: মধ্যপ্রদেশের বৃহত্তম সরকারি হাসপাতালের সুপারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ৫০ নার্সের

ভোপালের হামিদিয়া হাসপাতাল সুপার দীপক মারাভির বিরুদ্ধে একযোগে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ৫০ জন নার্স।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ০৯:৩৮
মধ্যপ্রদেশ সরকারও এই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

মধ্যপ্রদেশ সরকারও এই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

ভোপালের হামিদিয়া হাসপাতাল সুপারের বিরুদ্ধে একযোগে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ৫০ জন নার্স। নার্সদের অভিযোগ, রাতে ডিউটি করার সময় হাসপাতালের সুপার দীপক মারাভির যৌন লালসার শিকার হতে হয়েছে তাঁদের। অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হামিদিয়া হাসপাতাল মধ্যপ্রদেশের সব থেকে বড় সরকারি হাসপাতাল। বিষয়টি এত বড় আকার ধারণ করেছে যে মধ্যপ্রদেশ সরকারও এই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

রাজ্যের স্বাস্থ্য কমিশনারকে ১০ দিনের মধ্যে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশন। রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে ৫০ জন নার্স চিকিৎসক মারাভির বিরুদ্ধে যৌন হয়রানি ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন।

অভিযুক্ত হাসপাতাল সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন বলেও পিটিআই সূত্রে খবর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন