নয়ডায় বসে আমেরিকায় প্রতারণার ফাঁদ! ভুয়ো কল সেন্টার থেকে ৩০ মহিলা-সহ ধৃত ৭৩

কী ভাবে প্রতারণার ফাঁদ পাতা হত? পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে, ওই ভুয়ো কল সেন্টারের কর্মীরা যাঁদের শিকার বানাতেন, তাঁদের কম্পিউটার এবং ল্যাপটপে একটি ভাইরাস পাঠিয়ে দিতেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২৪ ১১:১২
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তরপ্রদেশে নয়ডায় ভুয়ো কল সেন্টারের মাধ্যমে আমেরিকায় প্রতারণা ফাঁদ পাতা হয়েছিল। সেখানকার বহু নাগরিক সেই প্রতারণার শিকার হন। গোপন সূত্রে খবর পেয়ে নয়ডার সেক্টর ৯০-র ওই কল সেন্টার থেকে ৭৩ জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হৃদয়েশ কাঠেরিয়া জানিয়েছেন, সেক্টর ৯০-ক ভুটানিস অ্যানথেম কমপ্লেক্স থেকে ওই কল সেন্টারটি পরিচালনা করা হচ্ছিল। শনিবার অভিযান চালিয়ে ৩৩ মহিলা-সহ ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে ১৪ মোবাইল, ৭৩টি কম্পিউটার, ৩টি রাউটার এবং নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার হয়েছে।

কী ভাবে প্রতারণার ফাঁদ পাতা হত? পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে, ওই ভুয়ো কল সেন্টারের কর্মীরা যাঁদের শিকার বানাতেন, তাঁদের কম্পিউটার এবং ল্যাপটপে একটি ভাইরাস পাঠিয়ে দিতেন। তার পর নানা রকম ভাবে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। পুলিশ সূত্রে খবর, আমেরিকার কয়েকশো নাগরিককে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছিল। গত চার মাসে এই প্রতারণাচক্র চালিয়ে আমেরিকা থেকে এক কোটি টাকা তোলে এই কল সেন্টারটি।

৭৩ জনকে গ্রেফতার করলেও এই প্রতারণাচক্রের চার পাণ্ডাকে এখনও ধরতে পারেনি পুলিশ।

আরও পড়ুন
Advertisement