Karnataka Hospital

হাসপাতালের কমোডে জল আটকাতে দেখে সন্দেহ, পাইপ থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ

পুলিশ জানিয়েছে, কর্নাটকের রামনগর জেলার হাসপাতালে শিশু নিখোঁজ হওয়া নিয়ে তাদের কাছে কোনও অভিযোগ আসেনি। তাই তাদের প্রাথমিক অনুমান, শিশুটির মা এই ঘটনায় জড়িত থাকতে পারেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:১৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কর্নাটকের হাসপাতালে শৌচালয়ের কমোডে সদ্যোজাতকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। শিশুটির বয়স এক বা দু’দিন বলে মনে করছে পুলিশ। কমোডে জল জমে থাকতে দেখে শৌচকর্মীরা কাজে নামতেই উদ্ধার হয় সদ্যোজাতের দেহ। পুলিশ জানিয়েছে, কর্নাটকের রামনগর জেলার হাসপাতালে শিশু নিখোঁজ হওয়া নিয়ে তাদের কাছে কোনও অভিযোগ আসেনি। তাই তাদের প্রাথমিক অনুমান, শিশুটির মা এই ঘটনায় জড়িত থাকতে পারেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের একতলায় শৌচালয়ের কমোডের পাইপ থেকে দেহটি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে হঠাৎই কমোডে জল আটকে যায়। অভিযোগ পেয়ে শৌচকর্মীরা কাজে নামেন। পাইপ থেকে ময়লা টেনে বার করার যন্ত্র চালু করতেই বেরিয়ে আসে দেহ। হাসপাতাল কর্তৃপক্ষ এর পর থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাদের প্রাথমিক অনুমান, বুধবার রাতে শিশুটিকে কমোডে ফেলে দেওয়া হয়েছিল।

হাসপাতালে বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কর্তৃপক্ষ বা পুলিশের কাছে শিশুর নিখোঁজ হওয়া নিয়ে কোনও অভিযোগ আসেনি। তাই তদন্তকারীরা মনে করছেন, ইচ্ছা করেই শিশুটিকে কমোডে ফেলে দেওয়া হয়েছে।

গত ৬ নভেম্বর বেঙ্গালুরুতে একটি বাড়ির জলের ট্যাঙ্ক থেকে এক মাসের শিশুকন্যার দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে তার মা খুন করে দাদুর বাড়ির জলের ট্যাঙ্কে ফেলে দিয়েছেন।

আরও পড়ুন
Advertisement