Netaji Subhas Chandra Bose

ভস্ম ফেরানোর আর্জি অনিতার

চিতাভস্ম যে সুভাষেরই তা প্রমাণে ডিএনএ নমুনা দিয়ে সাহায্য করতে তাঁর অঙ্গীকারের কথা বলেছেন অনিতা। তাঁর আর্জি, ‘‘নেতাজিকে আর নির্বাসনে রখবেন না! দয়া করে ওঁকে দেশে ফিরতে দিন।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৭:৫৯
সুভাষচন্দ্র বসু।

সুভাষচন্দ্র বসু। —ফাইল চিত্র।

জাপানে রেনকোজির মন্দিরে সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফেরানোর দাবিতে ফের সরব হলেন তাঁর কন্যা অনিতা পাফ। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন নেতাজির পরিবারের অনেকেরও বিমান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ধন্দ ছিল। কিন্তু এখন ওই দুর্ঘটনায় নেতাজির মৃত্যু নিয়ে বেশির ভাগ নথি এবং অন্তত ১১টি তদন্ত রিপোর্ট হাতে এসেছে। তাই তাইপেইয়ের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু মেনে নেওয়াই উচিত।’’ ওই চিতাভস্ম যে সুভাষেরই তা প্রমাণে ডিএনএ নমুনা দিয়ে সাহায্য করতে তাঁর অঙ্গীকারের কথা বলেছেন অনিতা। তাঁর আর্জি, ‘‘নেতাজিকে আর নির্বাসনে রখবেন না! দয়া করে ওঁকে দেশে ফিরতে দিন।’’ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ভবনের অনুষ্ঠানের পরে জাপানি দূতাবাসের মিনিস্টার (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) নোরিয়াকি আবেও বলেন, ‘‘চিতাভস্ম ফেরানোর সিদ্ধান্ত ভারতের উপরেই নির্ভর করছে।’’ নিজস্ব সংবাদদাতা

Advertisement
Advertisement
আরও পড়ুন