Haryana Assembly Election 2024

শাহের উপস্থিতিতে বিজেপি নেতা বাছল সাইনিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বৃহস্পতিবার

বুধবার পঞ্চকুলায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১৬:১৫
(বাঁ দিকে) নয়াব সিংহ সাইনি এবং অমিত শাহ।

(বাঁ দিকে) নয়াব সিংহ সাইনি এবং অমিত শাহ। ছবি: পিটিআই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বুধবার সর্বসম্মত ভাবে হরিয়ানায় বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। দলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার শপথ নিয়ে মুখ্যমন্ত্রিত্বে দ্বিতীয় ‘ইনিংস’ শুরু করবেন তিনি।

Advertisement

বুধবার পঞ্চকুলায় বিজেপির নবনির্বাচিত পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শাহ এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও। ওই বৈঠকেই সর্বসম্মত ভাবে বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হন সাইনি।

এ বারের ভোটে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪৮টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। টানা এক দশক ক্ষমতায় থাকার পরেও ‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া’ অতিক্রম করে হরিয়ানায় জয়ের হ্যাটট্রিকের নতুন নজির গড়েছে পদ্মশিবির। প্রধান প্রতিপক্ষ কংগ্রেস জিতেছে ৩৭টিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) দু’টি এবং নির্দল প্রার্থীরা তিনটি আসনে জিতেছেন। গত মার্চে পঞ্জাবি জনগোষ্ঠীর নেতা খট্টরকে সরিয়ে দলে অনগ্রসর (ওবিসি) ‘মুখ’ সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। এ বারের লোকসভা ভোটে কংগ্রেস এবং বিজেপি দু’দলই হরিয়ানায় পাঁচটি করে আসনে জিতেছিল। তাই প্রাথমিক ভাবে সাইনির লড়াই ‘কঠিন’ মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বে লড়েই বিধানসভা ভোটে জয় পেয়েছে বিজেপি।

Advertisement
আরও পড়ুন