Fuel Price

Fuel Price: অবশেষে পেট্রল-ডিজেলে উৎপাদন শুল্ক ছাঁটাই কেন্দ্রের, বৃহস্পতিবার থেকেই কমবে দাম

পেট্রলের ক্ষেত্রে লিটার-প্রতি ৫ টাকা এবং ডিজেলের লিটার-প্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২০:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অবশেষে দীপাবলির মরসুমে পেট্রল-ডিজেলের দাম কমাতে সক্রিয় হল কেন্দ্র। পেট্রলের লিটারপ্রতি ৫ টাকা এবং ডিজেলের লিটারপ্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Advertisement

নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফায় একাধিক বার পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক বাড়ানো হয়েছে। ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে। অনেকের মতে, সেই ধাক্কা সামলাতেই তেল সংস্থাগুলি ওই দুই পেট্রোপণ্যের দর কমাতে পারছিল না। বিরোধীরা প্রশ্ন তুলেছিল, অতিমারি আবহে দাঁড়িয়েও জ্বালানির দাম কমাতে উৎপাদন শুল্ক ছাঁটাইয়ের দাবিতে কান দিচ্ছে না কেন কেন্দ্র?

বিশ্ব বাজারে অশোধিত তেল এখনও ঘোরাফেরা করছে ব্যারেল পিছু ৮৫ ডলারের কাছে। ফলে সরকার আকাশছোঁয়া কর কমিয়ে দাম না-কমালে আমজনতার আপাতত রেহাই পাওয়ার উপায় নেই বলে জানিয়েছিলেন অর্থনীতিবিদদের একাংশও।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে জুলাই মাসেই পেট্রলের দাম লিটারে ১০০ টাকা ছুঁয়েছিল। অক্টোবর মাসে ডিজেলও ‘সেঞ্চুরি করে’।

আরও পড়ুন
Advertisement