Sex Racket

সিনেমায় সুযোগের টোপ! মুম্বইয়ে যৌনচক্রের হদিস, দুই মডেল উদ্ধার, গ্রেফতার কাস্টিং ডিরেক্টর

মুম্বইয়ের অপরাধ দমন শাখা জানিয়েছে, ধৃতের নাম আরতি মিত্তল। তাঁর বয়স ৩০ বছর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ২২:০৬
image of police

গোরেগাঁও এলাকায় যৌনচক্রের হদিস। পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে দুই মডেলকে উদ্ধার করল। ছবি: প্রতীকী

মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় যৌনচক্রের হদিস। পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে দুই মডেলকে উদ্ধার করল। এক মহিলা কাস্টিং ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে।

মুম্বইয়ের অপরাধ দমন শাখা জানিয়েছে, ধৃতের নাম আরতি মিত্তল। তাঁর বয়স ৩০ বছর। টুইটারে তারা লিখেছে, ‘‘মুম্বইয়ের অপরাধ দমন শাখার ১১ নম্বর ইউনিট গোরেগাঁওতে একটি যৌন চক্রের হদিস পেয়েছে। ঘটনাস্থল থেকে দু’জন মডেলকে উদ্ধার করা হয়েছে। আরতি মিত্তল নামে কাস্টিং ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

পুলিশের একটা সূত্র বলছে, সিনেমায় সুযোগ দেওয়ার টোপ দিয়ে ওই মডেলদের আনা হত। তার পর তাঁদের দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হত। এই নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন