Puducherry

পুদুচেরি বেড়াতে গিয়ে পর পর দু’বার ধর্ষিতা মুম্বইয়ের কিশোরী, গ্রেফতার অটোচালক-সহ চার যুবক

নির্যাতিতা কিশোরীর বয়স ১৬। মুম্বইয়ের বাসিন্দা ওই নাবালিকা গত সপ্তাহে পুদুচেরিতে বেড়াতে গিয়েছিল। কিন্তু গত ৩০ অক্টোবর রাতে বাড়ি থেকে বেরোনোর পরই নিখোঁজ হয়ে যায় সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৬
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাবা-মায়ের সঙ্গে পুদুচেরি বেড়াতে গিয়েছিল মুম্বইয়ের কিশোরী। অভিযোগ, সেখানে গিয়েই দু’বার ধর্ষিতা হয় সে। চলতি মাসের শুরুতে পুদুচেরি বিচ রোডে ঘটনাটি ঘটেছে। কিশোরীকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরীর বয়স ১৬। মুম্বইয়ের বাসিন্দা ওই নাবালিকা গত সপ্তাহে পুদুচেরিতে বেড়াতে গিয়েছিল। কিন্তু গত ৩০ অক্টোবর রাতে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই আর তার খোঁজ পাওয়া যায়নি। বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে সন্ধান চালিয়ে প্রায় ৪০ ঘণ্টা পর ১ নভেম্বর পুদুচেরি বিচ রোডে ওই কিশোরীর খোঁজ পায় পুলিশ। অভিযোগ, ওই সময়ের মধ্যে দু’টি আলাদা আলাদা ঘটনায় দু’বার ধর্ষণ করা হয়েছে তাকে। প্রথমে এক অটোচালক এবং পরে চার জন যুবক মিলে ধর্ষণ করেছে ওই কিশোরীকে।

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে অভিমানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল ওই কিশোরী। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে সে একটি অটোতে উঠেছিল। এর পর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। অভিযোগ, মাদক খাইয়ে বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করেন ওই চালক। তার পর পুদুচেরির এক নির্জন এলাকায় তাকে নামিয়ে দিয়ে চলে যান ওই চালক। সেখানে মাদকাচ্ছন্ন কিশোরীকে দেখতে পান চার যুবক। তারাও ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

অভিযোগের ভিত্তিতে নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তাতে ধর্ষণের প্রমাণ মিলেছে। নেওয়া হয়েছে গোপন জবানবন্দিও। আপাতত শিশু কল্যাণ বোর্ডে তার কাউন্সেলিং চলছে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত অটোচালকের খোঁজে শুরু হয় তল্লাশি। শেষমেশ ভিলুপুরমের কোটাকুপ্পাম থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চেন্নাই থেকে গ্রেফতার হয়েছেন তিন যুবকও। তবে এখনও ফেরার চতুর্থ যুবক।

Advertisement
আরও পড়ুন