আঠায় চোখ, মুখ আটকে গিয়েছে মোমো বিক্রেতার। ছবি: সংগৃহীত।
রাস্তার ধারে মোমো বিক্রি করছিলেন এক যুবক। সেখানে বাইক নিয়ে দুই অজ্ঞাতপরিচয় যুবক হাজির হন। মোমো বিক্রেতাকে কাছে ডেকে আচমকাই শক্তিশালী আঠা চোখ, মুখ লক্ষ্য করে ছুড়ে দেন। তার পর বাইক নিয়ে পালিয়ে যান। এই ঘটনায় মোমো বিক্রেতার চোখ, মুখ আটকে যায়। স্থানীয়েরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের মতিঝিল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুই যুবক বাইকে করে এসে মোমো বিক্রেতার চোখ, মুখ লক্ষ্য করে আঠা ছুড়ে দিয়ে পালিয়ে যান। মোমো বিক্রেতা চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকেরা ছুটে আসেন। তখন তাঁরা দেখেন, চোখ, মুখ আঠায় আটকে গিয়েছে আক্রান্তের। ফলে তিনি কথাও বলতে পারছিলেন না।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হতে পারে। তবে মোমো বিক্রেতার পরিবারের দাবি, কারও সঙ্গে ব্যবসায়িক গন্ডগোল ছিল না তাঁর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কেন এ ভাবে হামলা করলেন যুবকেরা, তারও তদন্ত চালানো হচ্ছে। একটি এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, গোয়ালিয়রে এ রকম অদ্ভুত হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। যার জেরে আতঙ্কও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।