Uttar Pradesh Women Commission

মেয়েদের পোশাকের মাপ নিতে পারবেন না কোনও পুরুষ, চুল কাটাও নিষিদ্ধ হোক, প্রস্তাব উত্তরপ্রদেশে

গোটা বিষয়টি এখন প্রস্তাবের আকারে রয়েছে। রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়ে আইন আনার জন্য অনুরোধ করা হবে বলেও জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের এক সদস্য।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৩:৪৮
মহিলাদের পোশাকের মাপ নেবেই মহিলারাই, পুরুষ দর্জি নয়। প্রতিনিধিত্বমূলক ছবি।

মহিলাদের পোশাকের মাপ নেবেই মহিলারাই, পুরুষ দর্জি নয়। প্রতিনিধিত্বমূলক ছবি।

মহিলাদের জামাকাপড়ের মাপ নিতে পারবেন না কোনও পুরুষ দর্জি। শুধু তা-ই নয়, সেলুনে কোনও পুরুষ কর্মী মহিলার চুলও কাটতে পারবেন না। মহিলাদের সঙ্গে বেড়ে চলা নানা অন্যায় এবং হেনস্থা থেকে তাঁদের রক্ষা করতে এমনই প্রস্তাব দিল উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন। গত ২৮ অক্টোবর মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে রাজ্য মহিলা কমিশনের একটি বৈঠক হয়। সেখানেই এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

Advertisement

কমিশনের এক সদস্য হিমানী আগরওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘গত ২৮ অক্টোবর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে বলা হয়েছে যে, মহিলাদের পোশাকের মাপ একমাত্র মহিলা দর্জিই নেবেন। শুধু তা-ই নয়, সিসিটিভি ক্যামেরাও লাগাতে হবে।’’ ওই বৈঠকে এই প্রস্তাব রাখেন কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান। তাঁর এই প্রস্তাবকে স্বাগত জানান কমিশনের সদস্যরা।

আগরওয়াল আরও বলেন, ‘‘সেলুন বা পার্লারে মহিলা গ্রাহকদের শুধু মহিলা কর্মীরাই পরিষেবা দেবেন। কোনও পুরুষ কর্মীকে সেই পরিষেবায় নিযুক্ত করা যাবে না। এই প্রস্তাবও রাখা হয়েছে। তাতে সায় দিয়েছেন সকলেই।’’ কমিশনের ওই সদস্যের যুক্তি, পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এই ধরনের পেশায় মহিলা গ্রাহকেরা হেনস্থার শিকার হন। অনেক ক্ষেত্রে আপত্তিকর ভাবে মহিলাদের স্পর্শ করার চেষ্টাও করা হয়। তবে সব পুরুষেরই যে অসৎ উদ্দেশ্য থাকে, এমনটা নয়। এ কথাও জানিয়েছেন আগরওয়াল। গোটা বিষয়টিই এখন প্রস্তাবের আকারে রয়েছে। রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়ে আইন আনার জন্য অনুরোধ করা হবে বলেও জানিয়েছেন মহিলা কমিশনের এই সদস্য।

Advertisement
আরও পড়ুন