বেঙ্গালুরুর বহুতলে ভয়াবহ আগুন! প্রাণ বাঁচাতে ঝাঁপ একাধিক জনের, কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ

বুধবার বেঙ্গালুরুর করমঙ্গলার একটি বহুতলে আচমকা আগুন লাগে। একটি ক্যাফেটেরিয়া থেকে আগুন ছড়িয়ে পড়ে বসে খবর। প্রাণে বাঁচতে একাধিক মানুষজন ঝাঁপ দিয়ে নীচে পড়েন বলে খবর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৩:৫৩
Massive Fire breaks out at a café in Bengaluru

ছবি: সংগৃহীত।

ভয়াবহ আগুন লাগার ঘটনা বেঙ্গালুরুর একটি বহুতলে। একটি ক্যাফেটেরিয়া থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যত্র। ঘটনায় তীব্র চাঞ্চল্য ওই এলাকায়। প্রাণ বাঁচাতে বহুতল থেকে একাধিক ব্যক্তি ঝাঁপ দেন বলে খবর। যদিও ওই আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

Advertisement

একাধিক প্রতিবেদনে প্রকাশ, ‘মাড পাইপ ক্যাফে’ নামে একটি হুক্কা বার এবং পাবের ছাদের রান্নাঘরে আগুন লাগে। সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। রান্নাঘর থেকে আগুন ছড়াতে এর পর আর বেশি সময় লাগেনি। সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ আগুন ছড়িয়ে পড়ে পুরো ক্যাফেতে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বেশ কয়েক জনকে ঝাঁপ দিতে দেখা যায়। তাতে দু’জন আহত হয়েছেন।

ইতিমধ্যে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। যাঁরা ঝাঁপ দিয়েছিলেন, তাঁরাও সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement