Rajasthan Accident

রাজস্থানে পিকনিকে যাওয়ার পথে উল্টে গেল পড়ুয়াদের বাস, মৃত্যু তিন খুদের, জখম আরও ২৫

রবিবার সকালে রাজস্থানের আমেটের মহাত্মা গান্ধী স্কুলের পড়ুয়ারা বাসে চেপে পালির দেসুরির পরশুরাম মহাদেব মন্দিরের কাছে পিকনিকে যাচ্ছিল। বাসে ছিল ৬২ জন শিশু। কিন্তু দেসুরির কাছাকাছি পৌঁছেই বাধে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ২৩:১৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পিকনিকে যাওয়ার পথে উল্টে গেল পড়ুয়াবোঝাই বাস! রবিবার দুপুরে রাজস্থানের রাজসমন্দ জেলায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে তিন শিশুর। জখম আরও ২৫ জন শিশু।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার সকালে রাজস্থানের আমেটের মহাত্মা গান্ধী স্কুলের পড়ুয়ারা বাসে চেপে পালির দেসুরির পরশুরাম মহাদেব মন্দিরের কাছে পিকনিকে যাচ্ছিল। বাসে ৬২ জন শিশু ছাড়াও ছিলেন ছ’জন শিক্ষক। কিন্তু দেসুরির কাছাকাছি পৌঁছেই বাধে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনটি শিশুর। গুরুতর জখম আরও ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মণীশ ত্রিপাঠী জানিয়েছেন, দেসুরি নলের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তার জেরেই এই দুর্ঘটনা। তবে ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই ফেরার বাসচালক। তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

চারভুজা স্টেশন হাউস অফিসার গোবর্ধন সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃত তিন পড়ুয়ার নাম আরতি, প্রীতি এবং অনিতা। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহগুলির ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার পরেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং রাজ্যপাল হরিভাউ বাগাদে-ও।

Advertisement
আরও পড়ুন