Jammu and Kashmir Fire

জম্মু-কাশ্মীরের হান্দোয়াড়ায় আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি, ঝলসে মৃত্যু বহু গবাদি পশুর

উত্তর কাশ্মীরের হান্দোয়াড়ার শান্তিগাম রাজোয়ার এলাকার ঘটনা। শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার সকালেও সেই আগুন নেভানোর কাজ চলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৩:০৫
দাউ দাউ করে জ্বলছে বাড়ি। ছবি: এক্স।

দাউ দাউ করে জ্বলছে বাড়ি। ছবি: এক্স।

জম্মু-কাশ্মীরের হান্দোয়াড়ায় একের পর এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কী ভাবে আগুন লাগল সেই কারণ স্পষ্ট নয় বলেই স্থানীয় সূত্রে খবর। তবে অগ্নিকাণ্ডের জেরে আটটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

উত্তর কাশ্মীরের হান্দোয়াড়ার শান্তিগাম রাজোয়ার এলাকার ঘটনা। শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার সকালেও সেই আগুন নেভানোর কাজ চলে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বেশ কিছু গবাদি পশুর পুড়ে মৃত্যু হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, একটি বাড়িতে আগুন লাগে। সেই আগুন পাশের বাড়িগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে। যে সব বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেই বাড়িগুলির বাসিন্দারা সুরক্ষিত রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, আগুন লাগার পর পরই স্থানীয়রা তা নেভানোর কাজ শুরু করেন। কিন্তু বাড়িগুলি কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলেও। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। রাতভর আগুন নেভানোর কাজ চলে। রবিবার সকালেও সেই আগুন নিয়ন্ত্রণে আসনে বলে স্থানীয় সূত্রের খবর। আগুন লাগার ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

আরও পড়ুন
Advertisement